logo
আপডেট : 06, August 2024 12:26
বাংলাদেশ সেনাবাহিনীকে যুক্তরাষ্ট্রের স্যালুট

বাংলাদেশ সেনাবাহিনীকে যুক্তরাষ্ট্রের স্যালুট

এক রক্তক্ষয়ী সফল ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে পতন হয়েছে শেখ হাসিনার। সোমবার (৫ আগস্ট) পদত্যাগ করে দেশ ছাড়েন তিনি। এমন পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকাকে স্যালুট জানিয়েছে যুক্তরাষ্ট্র।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার সাংবাদিকদের বলেছেন, আমরা সব পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। গত কয়েক সপ্তাহে অনেক প্রাণ ঝরেছে। আমরা সামনের দিনগুলোতে শান্তি ও সংযমের আহ্বান জানাচ্ছি।

সোমবার এক ব্রিফিংয়ে তিনি বলেন, এটি যদি সত্য হয় যে, সেনাবাহিনী আইনানুগ প্রতিবাদকারীদের বিরুদ্ধে দমনপীড়নের আহ্বানকে প্রতিহত করেছে, তবে তা একটি ইতিবাচক অগ্রগতি হবে।

তিনি বলেন, একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণাকে আমরা স্বাগত জানাই। আমরা বাংলাদেশের আইন অনুযায়ী যে কোনো পরিবর্তন পরিচালনার আহ্বান জানাচ্ছি। আমরা চাই, বাংলাদেশের জনগণই ভবিষ্যৎ সরকারের বিষয়ে সিদ্ধান্ত নিক।

জেপি/নি-৬/এমএইচ