logo
আপডেট : 05, August 2024 14:51
সচল হলো ব্রডব্যান্ড ইন্টারনেট

সচল হলো ব্রডব্যান্ড ইন্টারনেট

ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা সারাদেশে দুই ঘণ্টা বন্ধ থাকার পর আবারো চালু হয়েছে।

সোমবার ৫ আগস্ট বেলা ১১ টার দিকে সারাদেশে ব্রডব্যান্ড সেবা বন্ধ হয়ে যায়। পরে দুপুর দেড়টার দিকে আবার চালু হয়।

তবে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হলেও মোবাইল ইন্টারনেট চালুর বিষয়ে এখনও কোন খবর পাওয়া যায়নি। সেই সাথে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যম চালুর বিষয়ে পরবর্তী কোনো নির্দেশনা পাওয়া যায়নি।

প্রসঙ্গত, গতকাল রোববার (৫ জুলাই) সারাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সরকার পতনের এক দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলনের সময় ফোর-জি মোবাইল নেটওয়ার্ক বন্ধ করা হয়েছে।

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘর্ষ-সংঘাতের জেরে গত ১৯ জুলাই রাত থেকে মোবাইল ইন্টারনেট ও ১৮ জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট বন্ধ করে দেয়া হয়।

৫ দিন পর ২৩ জুলাই ব্রডব্যান্ড ইন্টারনেট ফেরে। আর ১০ দিন ২৮ জুলাই মোবাইল ইন্টারনেট চালু হয়।

জেপি/নি-৫/প