logo
আপডেট : 04, August 2024 11:13
প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল, ১১৪টি সড়ক বন্ধ

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল, ১১৪টি সড়ক বন্ধ

প্রবল বৃষ্টিপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে হিমাচল প্রদেশ। বৃষ্টির কারণে বিভিন্ন জায়গায় ভূমিধসের দেখা দিয়েছে। এতে বন্ধ হয়ে গেছে রাজ্যটির ১১৪টি সড়ক। খবর আনন্দবাজার।

আবহাওয়া অধিদপ্তরে জানিয়েছে, আগামী বুধবার পর্যন্ত বৃষ্টি চলতে পারে। এর জন্য হলুদ সতর্কতা জারি করার হয়েছে।

রাজ্যটির জরুরি পরিষেবা বিভাগ জানিয়েছে, হিমাচল প্রদেশের মান্ডিতে ৩৬টি, কুলতে ৩৪টি শিমলায় ২৭টি, স্পিতিতে ৮টি, কাংড়ায় ৭টি এবং কিন্নরে ২টি সড়ক বন্ধ আছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্য সড়ক পরিবহন বিভাগ ৮২টি পথে বাস  পরিষেবা বন্ধ রেখেছে। গত ২৭ জুন থেকে ১ আগস্ট পর্যন্ত রাজ্যে বৃষ্টির কারণে দুর্ঘটনা ৭৭ জন নিহত হয়েছেন।

এতে করে ৬৫৫ কোটি টাকার সম্পত্তির ক্ষতি হয়েছে। এ ছাড়া ৩১ জুলাই রাতে কুলুর নির্মান্দ, মালানা, মান্ডির, পাধার, শিমলার রামপুরে অন্তত ৮ জন নিহত হয়েছেন। এখনো প্রায় ৪৫ জন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে দেশটির বিভিন্ন নিরাপত্তা বাহিনী কাজ করে যাচ্ছে।

জেপি/নি-৪/প