logo
আপডেট : 03, August 2024 11:00
বিএসএফের প্রধানকে অপসারণ করলো ভারত

বিএসএফের প্রধানকে অপসারণ করলো ভারত

ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর প্রধান মহাপরিচালক নিতিন আগারওয়ালকে পদচ্যুত করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। একই সাথে পদচ্যুত করা হয়েছে তার সহকারী বিশেষ মহাপরিচালক (পশ্চিম) ওয়াই বি খুরানিয়াকেও।

শুক্রবার বিএসএফের এই দুই উচ্চপদস্থ অফিসারকে কেন্দ্রীয় সরকার সরিয়ে দেয় বলে জানায় ভারতীয় সংবাদমাধ্যম এডিটিভি।

নিতিন আগারওয়ালকে গত বছরের জুনে বিএসএফ প্রধান হিসেবে নিযুক্ত করে দেশটির সরকার। তার সহযোগী ওয়াই বি খুরানিয়া পাকিস্তান সীমান্তে মোতায়েনকৃত বিএসএফ সদস্যদের কমান্ডারের দায়িত্ব পালন করছিলেন।

এ দুজনকে ‘এই মুহূর্ত থেকে মেয়াদ পূর্ণ করার আগেই’ পদচ্যুত করা হয়েছে বলে জানিয়েছে ভারতের মন্ত্রীসভার নিয়োগ কমিটি।

নিতিন আগারওয়াল ১৯৮৯ ব্যাচের কেরালা ক্যাডার অফিসার। অপরদিকে ওয়াই বি খুরানিয়া উড়িশা ১৯৯০ ব্যাচের কর্মকর্তা। তাদের দুজনকেই নিজস্ব রাষ্ট্র ক্যাডারে ফেরত পাঠানো হয়েছে।

জেপি/নি-৩/এমএইচ