logo
আপডেট : 31, July 2024 11:36
হামাস প্রধান ইসমাইল হানিয়া নিহত

হামাস প্রধান ইসমাইল হানিয়া নিহত

ইরানের রাজধানী তেহরানে এক হামলায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়া নিহত হয়েছেন।

বুধবার আলাদা আলাদা বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে হামাস এবং ইরানের রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। খবর রয়টার্সের।

মঙ্গলবার ইরানের নতুন নির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে তেহরানে গিয়েছিলেন হানিয়া। তিনি এবং তার সঙ্গীরা যে ভবনে অবস্থান করছিলেন সেখানে হামলা হলে হানিয়া এবং তার এক দেহরক্ষী নিহত হন।

আইআরজিসি বলছে, সেখানে ঠিক কী ঘটেছিল তা তদন্ত করে দেখা হচ্ছে এবং শিগগিরই তা প্রকাশ করা হবে।

এর আগে, গত জুনে ইসমাইল হানিয়ার পারিবারিক বাসস্থানে বিমান হামলা চালিয়েছিল ইসরায়েলের সামরিক বাহিনী। সেই হামলায় তার বোনসহ অন্তত ১০ জন নিহত হন।

তারও আগে, গত এপ্রিলে রোজার ঈদের দিন ইসরায়েলি বিমান হামলায় হানিয়ার তিন ছেলে এবং বেশ কয়েকজন নাতি-নাতনি নিহন হন।

জেপি/নি-৩১/এমএইচ