logo
আপডেট : 28, July 2024 11:15
ইরাককে উড়িয়ে আশা বাঁচিয়ে রাখলো আর্জেন্টিনা

ইরাককে উড়িয়ে আশা বাঁচিয়ে রাখলো আর্জেন্টিনা

অলিম্পিকের ফুটবলের প্রথম ম্যাচে মরক্কোর কাছে নাটকীয় ভাবে হেরে গিয়েছিল আর্জেন্টিনা। নকআউট পর্বে টিকে থাকতে হলে ইরাকের বিপক্ষে  জয় ছাড়া অন্য কোনো উপায় ছিল না আর্জেন্টিনা অনুর্ধ্ব-২৩ দলকে। সেটাই করে দেখালেন মেসিদের উত্তরসূরিরা। ইরাককে ৩-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালের আশা টিকিয়ে রাখলো আলবিসেলেস্তেরা।

ইরাকের বিপক্ষে আর্জেন্টিনা সুন্দর ফুটবল উপহার দেয়। গতকাল ম্যাচের ১৪ মিনিটে থিয়াগো আলমেইদার গোলে লিড নেয় তারা। কিন্তু প্রথমার্ধের যোগ করা সময়ে ইরাকের আইমেন হোসেন সমতা আনেন। ১-১ গোল বিরতিতে যায় দুই দল।

বিরতির পর আর্জেন্টিনার আক্রমণগুলো থামাতেই বেশি ব্যস্ত ছিলেন ইরাকের ফুটবলাররা। ৬২ মিনিটে আর্জেন্টিনাকে এগিয়ে নেন লুসিয়ানো গুনদো। এই গোলের পর ইরাক মরিয়া হয়ে খেলতে থাকে। তবে ৮৫ মিনিটে এজেকুয়েল ফার্নান্দেজের চোখ বাঁধানো গোলে আলবিসেলেভেদের জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায়। বাকি সময়ে নাটকীয় কিছু করতে পারেনি ইরাক।

৩০ জুলাই ইউক্রেনের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলবে আর্জেন্টিনা।

গ্রুপ 'বি'তে ২ ম্যাচে ৩ পয়েন্ট আর্জেন্টিনা যুবাদের। ইরাকের পয়েন্ট সমান ৩। গ্রুপ 'সি'তে ডমিনিকান রিপাবলিককে ৩-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে স্পেন।

জেপি/নি-২৮/প