logo
আপডেট : 27, July 2024 12:16
দেশকে ভিক্ষুক জাতিতে পরিণত করতেই এ তাণ্ডব: প্রধানমন্ত্রী

দেশকে ভিক্ষুক জাতিতে পরিণত করতেই এ তাণ্ডব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্তব্য করেছেন, দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়ে আগের মতো ভিক্ষুক জাতিতে পরিণত করতে এমন সহিংসতা ও তাণ্ডব চালানো হয়েছে।

শনিবার (২৭ জুলাই) সকালে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতায় আহতদের দেখতে পঙ্গু হাসপাতাল পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন সরকার প্রধান।

এসময় প্রধানমন্ত্রী বলেন, এর বিচার দেশবাসীর কাছে চাই। আন্দোলনের নামে এতোগুলা পরিবারের ক্ষতি হলো এর দায় কার?। আহতদের চিকিৎসার সব ধরনের ব্যবস্থা সরকার করবে।

এরপরে সেতু ভবন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর পরিদর্শনে যান প্রধানমন্ত্রী।

কোটা সংস্কারের আন্দোলনের সময় গত ১৮ জুলাই দুর্বৃত্তরা সেতু ভবনে আগুন ধরিয়ে দেয়। অনেক যান বাহন ও মোটরবাইক ভাঙচুর করে। সেই সাথে একই দিনে মহাখালীতে অবস্থিত দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরও দুর্বৃত্তদের হামলার শিকার হয়।

প্রধানমন্ত্রী এসব ক্ষতিগ্রস্ত স্থাপনা পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ অন্যান্যরা।

জেপি/নি-২৭/প