নারী এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের কাছে ডুবি হলো বাংলাদেশের। বাংলাদেশ দেওয়া ৮১ মাত্র রানের টার্গেটে ১০ উইকেট হাতে রেখেই ৯ ওভার বাকি থাকতেই নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় ভারত। যার ফলে আসরের প্রথম দল হিসেবে নারী এশিয়া কাপের ফাইনালে পা রাখলো তারা। অন্যদিকে পরাজয়ে স্বপ্নভঙ্গ হলো বাংলাদেশের।
টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। যেটি ভালো সিদ্ধান্ত হয়নি একে বারেই। প্রমাণও পাওয়া গেলে বাংলাদেশের ভঙ্গুর ব্যাটিং দেখে। প্রথম ৬ উইকেটে কোনো জুটিই করতে পারেনি বাংলাদেশের মেয়েরা। ৩৩ রানে ৫ উইকেট হারিয়ে দিশে হারা হয়ে পড়ে বাংলাদেশ।
বাংলাদেশের দুই ওপেনার দিলারা আক্তার ও মুর্শিদা খাতুনের সঙ্গে আসা যাওয়ার মিছিলে যুক্ত হন ইশমা তানজিন, রুমানা আক্তার, রারেয়া খান ও রিতু মনি। এদের মধ্যেই কেউই ১০ এর উপর রান তুলতে পারেনি।
শেষ পর্যন্ত অধিনায়ক নিগার সুলতানা ও স্বর্ণা আক্তারের প্রতিরোধে গড়ে তোলে। ষষ্ঠ উইকেটে ৩৫ বলে ৩৬ রানের জুটি গড়েন তারা। ৫১ বলে ৩২ রান করেন নিগার সুলতানা। এবারের এশিয়া কাপে আজই প্রথমবারের মতো আউট হলেন নিগার। রাধা যাদবের বলে দিপ্তি শর্মার হাতে ক্যাচ হন তিনি।
১৮ বলে ১৯ রানে অপরাজিত ছিলেন স্বর্ণা। এতে ৮০ রানে থেমে যায় বাংলাদেশ। ভারতের হয়ে ৩টি করে উইকেট শিকার করেন রেনুকা সিং ও রাধা যাদ।
বাংলাদেশের দেওয়া ৮১ রানের সহজ লক্ষ্যে ব্যাট করতে নামে ভারত। ভারতীয় ব্যাটসম্যানদের কোনো রকম ধাক্কাই দিতে পারেনি বাংলাদেশ। স্মৃতি মানদ্ধানার সহজ হাফ সেঞ্চুরিতে খুব সহজেই জয় পায় তারা। ভারতের ওপেনার স্মৃতি মানদ্ধানার এক করেন ৩৯ বলে ৫৫ রান। অন্যদিকে আরেক ওপেনার শেফালি ভার্মার করেন ২৮ বলে ২৬ রান। তাদের জুটিতেই ৯ ওভার হাতে রেখেই ১০ উইকেটে বড় জয় পায় ভারত।
উল্লেখ্য, ২০১৮ সালের নারী এশিয়া কাপের আসরে এই ভারতকেই হারিয়ে একমাত্র শিরোপা জিতেছিল বাংলাদেশের বাঘিনীরা। তবে এবার তারা ব্যর্থ হলো।
জেপি/নি-২৬/প