আপডেট : 25, July 2024 16:27
অগ্নিসন্ত্রাসের সঙ্গে জড়িত কাউকে ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
অগ্নিসন্ত্রাস, ভাঙচুর ও লুটপাটের সাথে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
বৃহস্পতিবার (২৫ জুলাই) রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে মতবিনিময় সভায় এ হুঁশিয়ারি দেন তিনি।
মন্ত্রী বলেন, নাশকতাকারী সকলকেই চিহ্নিত করে বিচারের আওতায় আনা হবে। কাউকেই ছাড় দেয়া হবে না।
এর আগে, বেলা বারোটায় রংপুরের শিওবাজার এলাকায় বিজিবি সদর দফতরে হেলিকপ্টারে করে পৌঁছান স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। সার্কিট হাউজে গার্ড অব অনারের পর রংপুরে নাশকতায় ক্ষতিগ্রস্ত সরকারি-বেসরকারি স্থাপনা পরিদর্শন করতে যান তারা। বিকেলে নাশকতায় ক্ষতিগ্রস্ত বগুড়ার বিভিন্ন স্থাপনা পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে তাদের।
জেপি/নি-২৫/এমএইচ