logo
আপডেট : 25, July 2024 13:49
প্যারিস অলিম্পিকে বিতর্ক: আর্জেন্টিনার নাটকীয় হার

প্যারিস অলিম্পিকে বিতর্ক: আর্জেন্টিনার নাটকীয় হার

প্যারিস অলিম্পিকে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দলের সাঙ্গে মরক্কোর প্রথম ম্যাচে নিয়ে বিশাল বিতর্ক শুরু হয়েছে। বুধবার (২৩ জুলাই) সন্ধ্যায় ৭ টায় হওয়া ম্যাচ ক্রিশ্চিয়ান মেদিনার শেষ সময়ে করা সমতাসূচক গোল অফসাইডের কারণে এক ঘণ্টাও বেশি সময় পর সেই গোলে বাতিল হয়ে যায়।

মেদিনার গোলের পর আর্জেন্টাইন খেলোয়াড়দের দিকে গ্যালারি থেকে প্রজেকটাইল এবং স্টান গ্রেনেড নিক্ষেপ করা হয়। ফলে রেফারি ম্যাচটি থামতে বধ্য হন। ম্যাচটি পরে সমাপ্ত ঘোষণা করা হলেও উভয় দলকে আবার মাঠে নিয়ে আসা হয় তবে ভিএআর পর্যালোচনায় শেষ পর্যন্ত আর্জেন্টিনার গোলটি বাতিল হয়। যার ফলে মরক্কোর কাছে ২-১ গোল মুখ দেখে আর্জেন্টিনা। 

এরপর এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় নানা বিতর্ক।

ইনস্টাগ্রামে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি তার প্রতিক্রিয়া প্রাকাশ করেছে। তিনি লিখেছেন ‘অবিশ্বাস্য’ সাথে একটি লজ্জার মুখ ইমোজি দিয়েছেন।

 নিকোলাস তাগলিয়াফিকো এই পরিস্থিতিকে সার্কাস বলে উল্লেখ করেছেন এবং সিদ্ধান্ত গ্রহণের প্রতিক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন।

বাতলি করা গোল এবং পরবর্তী প্রতিক্রিয়াগুলি আর্জেন্টিনার অলিম্পিক অভিযানের উপর ছায়া ফেলেছে। অনূর্ধ্ব-২৩ দলের কোচ হাভিয়ের মাসচেরানোও  এই পরিস্থিতিকে ‘সার্কাস’ বলে অভিহিত  করেছেন।

জেপি/নি-২৫/প