logo
আপডেট : 17, July 2024 12:24
এমবাপ্পেকে বরণ করে নিল রিয়াল মাদ্রিদ

এমবাপ্পেকে বরণ করে নিল রিয়াল মাদ্রিদ

সময় আগে থেকে জানা ছিল। অবশেষে আক্ষেপ পালা শেষ হলো। বিশ্বের অন্যতম সেরা ক্লাব রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে জড়িয়েছেন কিলিয়ান এমবাপ্পে।

সান্তিয়াগো বার্নাব্যুতে টানেলের সিঁড়ি ভেঙে হাত নাড়তে নাড়তে দেখা দিলেন ২০১৮ সালের বিশ্বকাপ জয়ী তারকা এমবাপ্পে। রিয়াল মাদ্রিদের সাদা জার্সিতে তাঁকে একটু অন্য রকমই লাগছিল। স্বপ্নপূরণের আতিশয্যে ফরাসি তারকা নিজেও সম্ভবত একটু লজ্জা পাচ্ছিলেন। হাসছিলেন মিটিমিটি।

অবশ্য সমর্থকদের এত খুঁটিনাটি দেখার সময় কোথায়! টানেলের সিঁড়ি ভাঙার সময়ই গর্জনে ফেটে পড়েছে বার্নাব্যুর গ্যালারি। স্লোগান ধরেছে এমবাপ্পের নামে। কিছুক্ষণ পর এমবাপ্পে যখন মঞ্চে কথা বলার মাঝে 'আলা মাদ্রিদ' বলে উঠলেন, তখন সমর্থকদের গর্জনে কেউ কেউ কানেও হাত দিয়েছেন। আর কেউ কেউ হয়ত ভেবেছেন যে যাক অবশেষে স্বপ্ন সত্যি হলো

জেপি/নি-১৭/প