logo
আপডেট : 15, July 2024 09:44
ইংল্যান্ডের হতাশা, ইউরো চ্যাম্পিয়ন স্পেন

ইংল্যান্ডের হতাশা, ইউরো চ্যাম্পিয়ন স্পেন

ইউরো চ্যাম্পিয়নশিপে শেষ হাঁসি হাসল স্পেন। জমজমাট ফাইনালে ইংল্যান্ডকে ২-১ ব্যবধানে হারিয়ে স্পেন অর্জন করলো তাদের চতুর্থ ইউরো শিরোপা।

ম্যাচের প্রথমার্ধ তেমন জমে উঠেনি। মূল খেলেই শুরুর হয় দ্বিতীয়ার্ধে। বিরতির পরপরই গোল করে স্পেন। দলকে প্রথম লিড পাইয়ে দেন উইলিয়ামস অবশ্য গোল মূল কারিগর ছিলেন ইয়ামাল। ম্যাচে ৪৭ মিনিটে ডান প্রান্ত দিয়ে লামিন ইয়ামালের নিখুঁত পাসে ইংল্যান্ডে জালে বল ঢুকিয়ে দেন উইলিয়াম। জোল কারা পর স্পেন আরও বিধ্বংসী হয়ে উঠে। 

এরপর পিছিয়ে পড়া ইংল্যান্ড সমতায় ফেরে ৭৩ মিনিটে। বুকোয়া সাকার মাইনাস থেকে বেলিংহাম একটু পেছনের দিকে বাড়িয়ে দেন। বল পেয়ে বাঁ পায়ের নিখুঁত শটে সেই স্পেনের জালে পাঠান পালমের। ১-১ সমতায় আসে দুই দল। তবে সেই সমতায় বেশি সময় পর্যন্ত ধরে রাখতে পারেনি ইংল্যান্ড। ৮৬ মিনিটে মার্ক কুকোরেলার ক্রস থেকে বক্সের মধ্যে বল পেয়ে  সেটি জালে ঢুকিয়ে দেন মিকেলে ওয়ারজাবাল। তাতেই ২-১ গোলে এগিয়ে যায় স্পেন। এরপর ম্যাচে আর কোনো চমৎকার  ঘটাতে পারে নি  ইংলিশরা। নির্ধারিত সময় শেষ হলে রেফারির বাঁশি বাজান। আনন্দে মেতে ওঠে স্প্যানিশরা।

অবশেষে নিজেরদের প্রথম ইউরো শিরোপা ব্যর্থ হয় ইংল্যান্ড। অন্যদিকে ইংল্যান্ডকে  ২-১ ব্যবধানে  হারিয়ে নিজেদের চতুর্থ ইউরো শিরোপা জয় করলো স্পেন।

জেপি/নিন-১৫/প