logo
আপডেট : 14, July 2024 13:00
গুলিবিদ্ধ ট্রাম্পের খোঁজ নিলেন বাইডেন

গুলিবিদ্ধ ট্রাম্পের খোঁজ নিলেন বাইডেন

পেনসিলভেনিয়ায় ডোনাল্ড ট্রাম্পের সমাবেশে গুলির ঘটনার প্রায় ২ পরে ডেলাওয়্যারের রেহোবোথ বিচ থেকে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

সেই সাথে তিনি বলেছেন, আমেরিকাতে এই ধরনের সহিংসতার কোনো জায়গা নেই, ট্রাম্প নিরাপদে আছেন জেনেও চিন্তা মুক্ত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

আগামী নভেম্বর নির্বাচনের আগে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনীতিতে কাদা ছোড়াছুড়ির আশঙ্কা মুখেই, বাইডেন দেশকে ঐক্যবদ্ধ হওয়ার আশঙ্কা জানান।

প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, আমরা এটি ঘটতে দিতে পারি না, আমরা এমনটি হতে পারি না। এসব অসুস্থ কাজ। খবর বিবিসি।

পরে ডান কানে গুলিবিদ্ধ ট্রাম্পের খোঁজ নেন বাইডেন। বিষয়টি নিশ্চিত করেছেন হোয়াট হাউসের একজন কর্মকর্তা। তবে তাদের মধ্যে কি কথা হয়েছে তা জানা যায়নি।

জেপি/নি-১৪/প