logo
আপডেট : 12, July 2024 10:28
গাজায় যুদ্ধ এখনই বন্ধ হওয়া উচিত: বাইডেন

গাজায় যুদ্ধ এখনই বন্ধ হওয়া উচিত: বাইডেন

ন্যাটোর শীর্ষ সম্মেলন চলছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে। এরই মধ্যে সেখানে যোগ দিয়েছেন বিশ্ব নেতারা। উক্ত সম্মেলনে ফিলিস্তিনের গাজার ইস্যুতে কথা  বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, গাজায় ত্রাণ সহায়তা প্রবেশ ক্ষেত্রে অসযোগিতা করছে নেতানিহুর সরকার। এই যুদ্ধ এখনই বন্ধ হওয়া উচিত। মার্কিন সরকার যুদ্ধ বিরতি কার্যকরে কাজ করছে।

তিনি বলেন, বর্তমান প্রস্তাবে ইসরায়েল ও হামাস উভয়ই রাজি। তবে এখানে কিছু রয়েছে। কিন্তু আমরা সমাধানের চেষ্টা করছি। বিষয়টি ইতিবাচক রয়েছে এবং চুক্তি কার্যকর করার ক্ষেত্রে আমি বদ্ধ পরিকর। 

অন্যদিকে ইসরায়েলি যুদ্ধাপরাধ ও গাজায় আন্তর্জাতিক আইন লঙ্ঘনের ক্ষেত্রে জো বাইডেন প্রশাসনও সহযোগী বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।

জেপি/নি-১২/প