মানুষের জীবন ভালোভাবে উপভোগ করা জন্য সঞ্চয়ের বিকল্প নেই। বিপদে আপদে সঞ্চয় ভালো থাকলে আপনাকে অর্থের জন্য বাড়তি চিন্তা করতে হবে হবে না। কেন না একমাত্র সঞ্চয়ই আপনাকে বিপদ থেকে উদ্ধার করতে পারে।
কিন্তু আপনি জানলে আবকা হবেন যে ভালো ঘুমের জন্যও সঞ্চিত অর্থ গুরুত্বপূর্ণ ভূমিকা পালক করে। নিয়মিত টাকা জমালে মনে সন্তুষ্টি থাকে এবং ভালো ঘুম হয়। এমনটাই বলছে নতুন এক গবেষণা।
যুক্তরাজ্যের ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা থেকে জানা গেছে, প্রতি মাসে অল্প করে হলেও যারা টাকা জমানো। তাদের উদ্বেগ কম থাকে। তারা ভবিষ্যতের জন্য আশাবাদী হয়ে থাকেন। আপনার আয় কম হলেও যদি নিয়মিত টানা জমানো তাহলে জীবন নিয়ে আপনার সন্তুষ্টির মাত্রা ধনী একজন মানুষের সমাই হবে।
এ জরিপে দেখা গেছে, যে দেশের প্রাপ্তবয়স্কদের মাঝে এক চতুর্থাংশ সঞ্চয় ১০০ পাউন্ডের কম। বাড়তি খরচ ও খাদ্যদ্রব্যের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধির কারণে ইদানীং টাকা সঞ্চয় করা কঠিন হয়ে পড়ছে তাদের জন্য এদিকে ব্যাংক ও বিল্ডিং সোসাইটিগুলোর সুদের হারও বেড়েছে। সঞ্চয়ের অভ্যাস রয়েছে প্রায় ৬০ শতাংশ লোকের, এবং দাতব্য সংস্থাগুলোর মতে আয় কম হলেও টাকা জমানোর অভ্যাসটি আর্থিক অবস্থার উন্নতি করে।
ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের পার্সোনাল ফাইনান্স রিসার্চ সেন্টারের গবেষণা বলছে, নিয়মিত সঞ্চয় জীবন নিয়ে সন্তুষ্টি বাড়ায়, সে সঞ্চয়ের পরিমাণ যত কমই হোক না কেন। নিয়মিত টাকা জমালে আর্থিক অবস্থা নিয়ে উদ্বেগ কমে, কোন বিপদ দেখা দিলে ঋণ নেওয়ার ঝুঁকিতে পড়তে হয় না। তাই কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটলেও তা সামলে নেওয়া যায়। এসব কারণেই জীবন নিয়ে সন্তুষ্টি বাড়ে।
জেপি/নি-১১/প