logo
আপডেট : 11, July 2024 10:07
উরুগুয়ের বিদায়, ফাইনালে মেসিদের প্রতিপক্ষ কলম্বিয়া

উরুগুয়ের বিদায়, ফাইনালে মেসিদের প্রতিপক্ষ কলম্বিয়া

আমেরিকার দ্বিতীয় সেমিফাইনালে উরুগুয়ের জয়যাত্রা থামিয়ে দিল কলম্বিয়া। ১-০ গোলে উরুগুয়েকে হারিয়ে ফাইনালে প্রবেশ করেছে দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়া।

বৃহস্পতিবার ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে ম্যাচের ৩৯ মিনিটে হামেস রদ্রিগেজের কর্নার থেকে কলম্বিয়ার হয়ে ম্যাচের একমাত্র গোলটি করেন ডিফেন্সিভ মিডফিল্ডার জেফারসন লেরমা। এ নিয়ে আসরের সর্বোচ্চ ৬টি অ্যাসিস্ট কলম্বিয়ান অধিনায়কের। এতে লিওনেল মেসিকে পেছনে ফেলে ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের পাশে নাম লেখালেন হামেস। মেজর টুর্নামেন্টে পেলের পর দ্বিতীয় লাতিন ফুটবলার হিসেবে এক আসরে ৬টি অ্যাসিস্টের কীর্তি গড়লেন এই মিডফিল্ডার।

ম্যাচের প্রথমার্ধের যোগ করা সময়ে রাইট ব্যাক দানিয়ের মুনোজে লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় কলম্বিয়া। ম্যাচের পুরো অর্ধেকটা সময় একজন কম নিয়ে খেলা কলম্বিয়ার জাল খুঁজে পাননি উরুগুয়ে। অবশেষে ১-০ গালেই শেষ হয় নির্ধারিত সময়। আর ফাইনালে প্রবেশ করে কলম্বিয়া। অন্যদিকে তৃতীয়স্থান নির্ধারণী ম্যাচে জায়গা করে নেয় উরুগুয়ে। সেই ম্যাচে তারা মুখো মুখি হবে কানাডার।

এদিকে এ নিয়ে টানা ২৮ ম্যাচে অপরাজিত রইল কলম্বিয়া। ফাইনালে তাদের প্রতিপক্ষ আর্জেন্টিনা।

জেপি/নি-১১/প