logo
আপডেট : 10, July 2024 10:14
কানাডার স্বপ্নভঙ্গ, মেসির গোলে ফাইনালে আর্জেন্টিনা

কানাডার স্বপ্নভঙ্গ, মেসির গোলে ফাইনালে আর্জেন্টিনা

অবশেষে কোপা আমেরিকার চলতি আসরে কানাডার বিপক্ষে সেমিফাইনাল ম্যাচে  গোলের দেখা পেলেন লিওনেল মেসি। অনেকেই হয়ত আশা করেছিল ম্যাচে অলৌকিক কিছু হবে। কিন্তু তেমন কিছুই হলো না। সবাইকে চমকে দিয়ে সেমিফাইনালে ওঠা কানাডার স্বপ্নযাত্রা শেষ হলো আর্জেন্টিনার কাছে ২-০ ব্যবধান গোলে হেরে।

পুরো ম্যাপ জুড়ে ছিল আর্জেন্টিনার দাপুটে চিত্র। অবশেষে ৯০ মিনিট খেলার পর কানাডাকে ২-০ গোলে বিদায় করে  টানা দ্বিতীয়বার এবং শেষ আট কোপায় ষষ্ঠবার ফাইনালে চলে গেল কোপা আমেরিকা এবং বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

ম্যাচ শুরু তিন মিনিটের  মাথায় গোল করা সুযোগ পায় কানাডা। কিন্তু সেই সুযোগ হারায় তারা। ১২ মিনিটে আর্জেন্টিনা প্রথম আক্রমণ করে। তবে ডি বক্সের বাইরে থেকে মেসির জোরালো শট লক্ষ্যভ্রষ্ট হয়।

তবে আর্জেন্টিনা সাফল্য পায় ২২ মিনিটে এসে । ডি পলের চোর পাস থেকে বল পায় আলভারেজ। গোলরক্ষকরে দুই পারে ফাঁক দিয়ে লক্ষ্য ভেদ করেন তিনি।

প্রথমার্ধের শেষ মুহূর্তে ব্যবধান সমান করার সুযোগ পায় কানাডা। জটলা থেকে নেওয়া আলফনসো ডেভিসের শট রুখে দেন আর্জেন্টাইন বাজ পাখি খ্যাত গোলরক্ষক মার্টিনেজ। যার ফলে ১-০ গোল লিড নিয়ে বিরতিতে যায় আর্জেন্টিনা।

দ্বিতীয়ার্ধে ফের দাপটের সাথে শুরু করে আর্জেন্টিনা। ৫১ মিনিটে দলের হয়ে গোল করেন লিওনেল মেসি। এনজো ফার্নান্দেজের জোরালো মেসির বাঁ পায়ের লেগে কানাডার জালে পৌঁছায়। চলতি আসরে গোল খরায় ভুগছিলেন মেসি। অবশেষে সেমিফাইনাল গোলের দেখা পেলেন এই আর্জেন্টিনাই মহা তারকা। মেসির এই গোলে ব্যবধান বাড়ে দাঁড়ায় ২-০ গোলে। 

এরপর ম্যাচে ফেরার চেষ্টা করে কানাডা। বেশ কিছু আক্রমণও করে তারা তবে সফল হতে পারেনি তারা। আর্জেন্টিনা অনেক বার চেষ্টা চালায় ব্যবধান বাড়ানোর। কিন্তু শেষ পর্যন্ত ২-০ গোলে জয় পায় আর্জেন্টিনা। আর তাতেই টানা দ্বিতীয় বারের মতো তারা পৌঁছে যায় কোপার সেমিফাইনালে।

জেপি/নি-১০/প