logo
আপডেট : 07, July 2024 10:48
টাইব্রেকারে আটকে গেল ব্রাজিল, সেমিতে উরুগুয়ে

টাইব্রেকারে আটকে গেল ব্রাজিল, সেমিতে উরুগুয়ে

কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে ব্রাজিলকে হারিয়ে সেমি ফাইনালে প্রবেশ করেছে উরুগুয়ে। টাইব্রেকারে সেলেসাওদের তারা ৪-২ ব্যবধানে পরাস্ত করেছে। সেমিতে তাদের মুখোমুখি হবে কলম্বিয়া।

প্রথমার্ধ এবং দ্বিতীয়ার্ধে গোল করতে ব্যর্থ হয় দুই দলই। যার ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে গিয়েই ছন্দ পতন হয় ব্রাজিলের। প্রথম তিন শটের মধ্যে ২টিই মিস করেন ব্রাজিলিয়ানরা। অন্যদিকে প্রথম ৩টি শটেই সাফল্যের দেখা পায় উরুগুয়ে। ৪র্থ শট মিস করলেও পঞ্চম শটে ঠিকই লক্ষ্য ভেদ করে তারা। তাতেই বাজিমাত করে উরুগুয়ে।

এর আগে, হলুদ কার্ডের কারণে ম্যাচটি নিষেধাজ্ঞার কারণে খেলতে পারেননি সেলেসাও ফরোয়ার্ড ভিনিসিয়স জুনিয়র। তার অনুপস্থিতি লেফট উইংয়ে আজকে বেশ ভুগিয়েছে ব্রাজিলকে। রদ্রিগো গোয়েস বড় কোনো সুযোগ তো তৈরি করতে পারেননি, উল্টো সুযোগ হাতছাড়া করেছেন। যদিও প্রথমার্ধের গোলশূন্য অবস্থা কাটাতে দ্বিতীয়ার্ধের শুরু থেকে আক্রমণে ওঠে মার্সেলো বিয়েলসার উরুগুয়ে। এর ভেতর নুনিয়েজ ফ্রেডরিক ভালভার্দেরা বেশ কয়েকটি শট নিয়েই গোলবারের অনেক ওপর দিয়ে মেরে বসেন। ব্রাজিল সেভাবে গোলের সুযোগ তৈরি করতে পারছিল না।

ম্যাচের ৭৪ মিনিটে রদ্রিগোকে কড়া ট্যাকল করে প্রথমে হলুদ কার্ড দেখেন উরুগুইয়ান মিডফিল্ডার নাহিতাস নান্দেজ। পরে ভিএআর দেখে রেফারি তাকে লাল কার্ড দেখান। ফলে অনেকটা সময় বাকি থাকতেই ১০ জনের দলের পরিণত হয় উরুগুয়ে। তবুও সুযোগ তৈরি করেও, ঠিক গোলের কাছাকাছিও যেতে পারছিল না ব্রাজিল। পরে কোচ দরিভাল জুনিয়র তিনজনকে বদলি নামান। তুলে নেন রাফিনহা-পাকেতা ও গোমেজকে। পরিবর্তে স্যাভিও, আন্দ্রেস পেরেইরা ও ডগলাস লুইজ নামায় সেলেসাওদের খেলায় গতি বাড়ে।

সুযোগ কাজে লাগাতে না পারায় ৭৮ মিনিটে তুলে নেওয়ার উরুগুয়ে তারকা ডারউইন নুনিয়েজকেও। তবে ১০ জন নিয়ে আক্রমণ সামাল দিতে তাদের হিমশিম খেতে হয়। দ্বিতীয়ার্ধে ব্রাজিল বল পজেশনে এগিয়েও থাকলেও বড় সুযোগ তৈরি করতে পারছিল না। ডি-বক্স পর্যন্ত গিয়েই বল হারাচ্ছিলেন রদ্রিগো, এন্ড্রিকরা। । ৮৫ মিনিটে শট নেন এন্ড্রিক অতটা জোর না থাকায় উরুগুয়ে গোলরক্ষক সহজেই সেটি নিয়ন্ত্রণে নেন। এরপর গোল শূন্যতে শেষ হয় খেলা। ম্যাচ গড়ায় টাইব্রেকারে তার তাতেই ব্রাজিলকে ৪-২ ব্যবধানে বিধায় করে সেমির টিকিট নিশ্চিত করে উরুগুয়ে।

জেপি/নি-৭/প