logo
আপডেট : 29, June 2024 17:50
সংখ্যাগরিষ্ঠতা পাননি কেউই, দ্বিতীয় দফায় নির্বাচন কবে?

সংখ্যাগরিষ্ঠতা পাননি কেউই, দ্বিতীয় দফায় নির্বাচন কবে?

ইরানের ১৪ তম প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনা শেষ হয়েছে। দেশটির নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী কোনো প্রার্থীই একক সংখ্যা গরিষ্ঠতা অর্জন করতে পারেনি। আগামী ৫ জুন প্রধান দুই প্রার্থীর মধ্যে দ্বিতীয় দফা ভোট অনুষ্ঠিত হবে।

শনিবার (২৯ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির গণমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল।

এর আগে, শুক্রবার ইরানের ৪৮২টি শহরজুড়ে মোট ৫৮ হাজার ৬৪০টি কেন্দ্রে ভোটগ্রহণ শেষ হয় স্থানীয় সময় রাত ১২টায়। প্রায় ৬ কোটি ভোটারের মধ্যে মোট ভোট পড়েছে ২ কোটি ৪৫ লাখ ৩৫ হাজার ১৮৫টি। ভোটারদের মধ্যে ২৪ মিলিয়ন মানুষ তাদের ভোট দিয়েছে, যা প্রায় ৪০ শতাংশ। এছাড়া অবৈধ ভোট পড়েছে প্রায় ১০ লাখের বেশি।

যেহেতু অংশগ্রহণকারী কোনো প্রার্থীই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি, সেজন্য দ্বিতীয় দফায় দুই প্রতিদ্বন্দ্বী সংস্কারপন্থী মাসুদ পেজেশকিয়ান ও কট্টরপন্থী সাঈদ জলিলি প্রতিদ্বন্দ্বীতা করবেন। আইন অনুযায়ী আগামী শুক্রবার (৫ জুলাই) দেশটিতে রান অফ নির্বাচন অনুষ্ঠিত হবে।

জেপি/নি-২৯/এমএইচ