logo
আপডেট : 28, June 2024 17:33
শক্তিশালী ৭.২ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পেরু

শক্তিশালী ৭.২ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পেরু

দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে শক্তিশালী ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার মধ্য উপকূলীয় অঞ্চলে এ কম্পন অনুভূত হয়।

এ ঘটনায় প্রাথমিকভাবে সুনামি সতর্কতা জারি করা হলেও পরে তার উঠিয়ে নেওয়া হয়েছে। তবে শক্তিশালী ভূমিকম্প হলেও এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।

মার্কিন ভূতাত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে ভূমিকম্পটি আটিকুইপা জেলা  থেকে ৮ দশমিক ৮ কিলোমিটার দুরে আঘাত হানে। এর শক্তিশালী কম্পন কেন্দ্র স্থলে কাছাকাছি এলাকাতেও অনুভূত হয়। এমনকি ভূমিকম্পের আঘাতে দেশটির রাজধানী লিমাও কেঁপে উঠে।

ইউএসজিএস জানিয়েছিল এই ভূমিকম্পের ফলে পেরুর উপকূল রেখা বরাবর কিছু এলাকায় সুনামি হতে পারে। তবে  পরে সংস্থাটি জানায় ভূমিকম্পে সুনামির আশঙ্কা নেই।

উল্লেখ্য, ৩ কোটি ৩০ লাখ জনসংখ্যার দেশ পেরুতে ভূমিকম্প নতুন কোনো বিষয় নয়। এখানে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে।

জেপি/নি-২৮/প