logo
আপডেট : 27, June 2024 18:43
সাপে কামড়ালে যা করবেন, যা করবেন না

সাপে কামড়ালে যা করবেন, যা করবেন না

বর্ষাকালে সাপের অনেক বেশি উপদ্রব দেখা যায়। চারদিকে বেশি পানি থাকায় সাপগুলো উঁচু জায়গায় চলে আসে। এত করে মানুষের কাছাকাছি অবস্থান করে সাপ। যার ফলে অনেকেই সাপের কামড়ের শিকার হন। তবে অনেকেই জানেন না সাপে কামড়ালে কী করবেন।

আজ চলুন জেনে নেওয়া যাক সাপে কামড়ালে করণীয়

১. প্রথমেই আতঙ্কিত হবেন না। কারণ বেশির ভাগ সাপ বিষহীন।

২. সাপ দেহের যে অংশে কামড়ায় সেই অংশ বিশ্রামে রাখুন।

৩. হাত-পা ভাঙলে যেভাবে কাঠ-ব্যন্ডেজ দিয়ে স্প্লিন্ট করে সেভাবে ব্যবস্থা করে নিন।

৪. কামড়ানো অংশে গিঁট বাধবেন না।

৫. এরপর দ্রুত হাসপাতালে যান। হাসপাতালে পৌঁছতে অ্যাম্বুলেন্সের সাহায্য নিন।

৬. দংশিত স্থান কাটবেন না।

৭. বিষাক্ত সাপে কামড়ালে হাতে সময় কম থাকে তাই ওঝা দিয়ে চিকিৎসা না করিয়ে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওন

জেপি/নি-২৭/প