logo
আপডেট : 27, June 2024 13:11
রোনালদোদের হারিয়ে ইতিহাস গড়লো জর্জিয়া

রোনালদোদের হারিয়ে ইতিহাস গড়লো জর্জিয়া

ইউরোতে আগেই শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে রোনালদোর পর্তুগাল। যে কারণে কোচ রবার্তো বেঞ্চ প্লেয়ারদের নিয়েই গ্রুপ পর্বের ম্যাচে জর্জিয়ার বিপক্ষে সাজান একাদশ। তিনি হয়ত ভেভে ছিলেন যে তার বেঞ্চ প্লেয়াররা ঠিকই ম্যাচ বের করে নিয়ে আসবে। কিন্তু কোচকে অবাক করে জর্জিয়া ২-০ গোলে হারিয়ে দিলো পর্তুগালকে। পরে পর্বে যেতে এই ম্যাচে জয়ের বিকল্প ছিল না জর্জিয়ার। সেইটি করে দেখলো তারা।

ম্যাচ শুরু ২ মিনিটের মাথায় চমক দেখান জর্জিয়া। শুরুতেই গোল করে রোনালদোদের পিছিয়ে দেন কাভিচা কাভারেসখেলিয়া। ডি বক্সের ভেরত থেকে ঠিকই খুঁজে নেয় পর্তুগালের জাল।

ম্যাচে ২৮ মিনিটে হলুদ কার্ডের দেখা পান পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ান রোনালদো। ডি বক্সের ভেরত থেকে তারা জার্সি টেনে ধরে জর্জিয়ার এক খেলোয়াড়। কিন্তু তাতে রেফারি পেনাল্টি দেন না। এতে তর্কে জড়িয়ে পড়েন রোনালদো। তাতে কোনো কাজ হয় না বরং উল্টো হলুদ কার্ড দেখেন এই আল নাসর তারকা।

Screenshot 2024-06-27 130539

এরপরও গোল করার সুযোগ পায় পর্তুগাল। তবে কাজে লাগতে পারেনি তারা। ১-০ গোলে শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধে আবারও পিছিয়ে যায় পর্তুগাল। ৫৫ মিনিটে ডি-বক্সের ভেতর লোকোশাভিলিকে ফাউল করে জর্জিয়াকে পেনাল্টি উপহার দেন এন্তনিও সিলভা। স্পটকিক থেকে গোল করে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন জর্জিয়ার মাকুতাদজে।

এরপর ৭০ মিনিটে রোনালদোকে বদলি করেন গনচালো রামোসকে নামান কোচ রবার্তো। অবশ্য শেষের দিকে বেশ কিছু সুযোগ পেয়েছিল ২০১৬ সালের ইউরো চ্যাম্পিয়নরা। তবে দলের ত্রাতা হয়ে আসতে পারেনি কেউই। অবশেষে ২-০ গোলের ব্যবধানে রোনালদোদের হারিয়ে পরের রাউন্ডে উঠে যায় জার্জিয়া।

এদিকে ম্যাচ হারলেও গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই পরের রাউন্ডে যাচ্ছে পর্তুগাল।

জেপি/নি-২৭/প