logo
আপডেট : 27, June 2024 12:00
বলিভিয়ায় ‘সেনা অভ্যুত্থানের’ চেষ্টা, সেনাপ্রধান গ্রেফতার

বলিভিয়ায় ‘সেনা অভ্যুত্থানের’ চেষ্টা, সেনাপ্রধান গ্রেফতার

দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ায় সামরিক অভ্যুত্থানের চেষ্টা চালিয়েছিল দেশটির সেনাবাহিনী। এ লক্ষ্যে দেশটির সেনাপ্রধান জেনারেল কামান্ডার হুয়ানের নেতৃত্বে সামরিক বাহিনীর একটি দল প্রেসিডেন্ট প্রাসাদে হামলা চালায়। তবে শেষ পর্যন্ত সেই লক্ষ্যে তারা সফল হয়নি। গ্রেফতার করা হয়েছে সেই সেনা প্রধানকে।

বুধবার এই সামরিক অভ্যুত্থানের চেষ্টা চালানো হয়েছে বলে জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

জানা গেছে, বুধবার বিকেলে সেনাপ্রধান জেনারেল কামান্ডার হুয়ানের নেতৃত্বে সামরিক বাহিনীর একটি দল প্রেসিডেন্ট প্রাসাদে হামলা চালায়। এমনটি তারা ট্যাংক দিয়েও প্রেসিডেন্ট প্রাসাদের দরজায় আঘাত করে।

সারা বিশ্বের নেতারা এই সেনা কার্যক্রমকে বেআইনি বলে আখ্যা দেন এবং কয়েক ঘটনার মধ্যেই সেনাপ্রধান জুনিগা সৈন্যদের প্রত্যাহার করার আহ্বান জানান।

বলিভিয়ার টেলিভিশনে প্রচারিত হওয়া এক ভিডিওতে দেখা গেছে, বুধবার প্রেসিডেন্ট প্রাসাদের চত্বরে দেশটির প্রেসিডেন্ট লুইস আর্চি দেশটির সেনাপ্রধান জুনিগা এবং একদল সৈন্যের মুখোমুখি হচ্ছেন। তখন আর্চ বলেন, "আমি আপনার নেতা, এবং আমি আপনাকে আপনার সৈন্যদের প্রত্যাহার করতে আদেশ করি। আমি এই অবাধ্যতাকে অনুমতি দেব না।

প্রতিবেদনে বলা হয়, অভ্যুত্থানের চেষ্টা ব্যর্থ হওয়ার পর বলিভিয়ার সশস্ত্র বাহিনী বুধবার সন্ধ্যায় দেশটির প্রেসিডেন্টের প্রাসাদ থেকে ফিরে এসেছে। কিন্তু এর আগেই জেনারেল জুনিগারকে সেনাপ্রধানের পদ থেকে বরখাস্ত করেন বলিভিয়ার প্রেসিডেন্ট লুইস আর্চি।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, জুনিগাকে শেষ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে। তবে আটকের পর সদ্য সাবেক সেনাপ্রধানকে কোথায় নেওয়া হয়েছে, তা জানা যায়নি।

জেপি/নি-২৭/প