logo
আপডেট : 27, June 2024 10:07
আফগানদের গুঁড়িয়ে প্রথমবারের মতো ফাইনালে প্রোটিয়ারা

আফগানদের গুঁড়িয়ে প্রথমবারের মতো ফাইনালে প্রোটিয়ারা

টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের মতো আসরে ফাইনালে জায়গা করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রথম সেমিফাইনালে ফর্মে থাকা আফগানদের ৯ উইকেট হারিয়ে যে কোনো বিশ্বকাপে এবারই প্রথম ফাইনালে জায়গা করে নিল প্রোটিয়ারা।

টি-টোয়েন্টি বিশ্বকাপে নকআউট পর্বে সর্বনিম্ন রান করে আফগানরা। প্রেটিয়ার বোলারদের তেজে তারা আল আউট হয় ৫৬ রানে। সামান্য এই লক্ষ্যের জবাবে মাত্র ১ উইকেট হারিয়ে ১০ ওভারেরও বেশি হাতে রেখে জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা।

টস জিতে ব্যাট করা সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। তবে তারা ঠিক সুবিধা করে উঠতে পারছিল না। একের পর এক উইকেট বিপর্যয়ে ভুগতে থাকে তারা যার শুরুটা হয় ইয়ানসেনের প্রথম ওভারেই। দারুণ আসর কাটানো রহমানুল্লাহ গুরবাজ শূন্য করে ফিরে যান। এরপর ১২ রানের জুটি দেন ইব্রাহিম জাদরান ও গুলবাদিন নাঈব। ওটাই ইনিংসের দ্বিতীয় সেরা জুটি। দলের রান ২০ হতেই ৪ উইকেট হারায় আফগানরা। একে একে ফিরে যান গুলবাদিন (৯), ইব্রাহিম (২) ও মোহাম্মদ নবী (০)। ২৩ রানে পঞ্চম ও ২৮ রানে ষষ্ঠ উইকেট হারায় প্রথমবার সেমিতে ওঠা আফগানরা। নাঙ্গিয়ালিয়া করোটি (২) আজমতুল্লাহ (১০) আউট হন। ২২ রানের একটা জুটি হলেও দাঁড়াতে পারেননি করিম জানাত (৮) ও রশিদ খান (৮)।

দক্ষিণ আফিকার হয়ে তিনটি করে উইকেট শিকার করেছেন তাবরেজ শামসি ও ইয়ানসেন।

লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৮ ওভার ৫ বলেই জয় তুলে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। যদিও ব্যাটিংয়ে একমাত্র ধাক্কাটা তারা শুরুতেই খেলেছিল। দলের ৫ রানে আউট হন ওপেনার কুইন্টন ডি কক। পরের সময়টা ওপেনার রেজা হেনড্রিকস ও অধিনায়ক মার্করাম সহজে পাড়ি দিয়েছেন। হেনড্রিকস ২৫ বলে ২৯ ও মার্করাম ২১ বলে ২৩ রান করেন দলকে জয়ে এনে দেন। আর তাতেই প্রথম বারের মতো বিশ্বকাপের মতো আসরে ফাইনালে জায়গা পায় তারা।

জেপি/নি-২৭/প