logo
আপডেট : 25, June 2024 17:55
ইসরায়েলি হামলায় ইসমাইল হানিয়ার বোন নিহত

ইসরায়েলি হামলায় ইসমাইল হানিয়ার বোন নিহত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় পৃথক তিনটি বিমান হামলায় ২৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়ার বোনও রয়েছেন।

মঙ্গলবার (২৫ জুন) চালানো বিমান হামলায় এই হতাহতের সংখ্যা জানিয়েছে গাজার স্বাস্থ্যমন্ত্রণালয়। খবর রয়টার্সের।

ইসরায়েলি বিমান হামলাগুলোর মধ্যে দুটি স্কুলকে লক্ষ্য করে দুটি এবং একটি শরণার্থী শিবিরে একটি হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

শরণার্থী শিবিরে চালানো হামলায় যারা নিহত হয়েছেন তাদের মধ্যে হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়ার পরিবারের সদস্য রয়েছেন। মেডিকেল কর্মীরা জানান, কাতারে অবস্থান করা ইসমাইল হানিয়ার এক বোন এবং তার পরিবারের আরও কয়েকজন সদস্য নিহত হয়েছেন।

এদিকে গাজায় রাতভর হামলা চালানোর কথা জানিয়েছে ইসরায়েলি বাহিনী। সেখানে ইসরায়েলি বাহিনীর ওপর হামলার পরিকল্পনা করা হচ্ছিল এমন কথা জানায় তারা। একই সঙ্গে রাফাহ এবং দক্ষিণ ছিটমহলে ভারী ট্যাংকও মোতায়েন করেছে তেল আবিব।

জেপি/নি-২৫/এমএইচ