logo
আপডেট : 23, June 2024 15:22
তুরস্কে ভয়াবহ দাবানল, নিহত কমপক্ষে ১২

তুরস্কে ভয়াবহ দাবানল, নিহত কমপক্ষে ১২

তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভয়াবহ দাবানলে এখন পর্যন্ত কমপক্ষে ১২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও বহু মানুষ। মৃত্যু হয়েছে কয়েকশত প্রাণীরও।

শনিবার (২২ জুন) রাতে এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভয়াবহ দাবানলে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ মৃতের সংখ্যা ঘোষণা করেছেন তুর্কি স্বাস্থ্যমন্ত্রী ফাহরেটিন কোকা।

দিয়ারবাকির এবং মারদিন প্রদেশে ছড়িয়ে পড়েছে আগুন। এতে আরও ৭৮ জন আহত হয়েছেন। এছাড়া গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই দাবানলে এখন পর্যন্ত আগুনে কয়েকশ প্রাণী মারা গেছে।

আগুন লাগার কারণ অনুসন্ধান চলছে। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া এই দাবানল সৃষ্টির জন্য ‘খড় পোড়ানোকে’ দায়ী করেছেন। মূলত ফসল কেটে নেওয়ার পর মাটিতে থেকে যাওয়া ফসলের অবশিষ্টাংশে ইচ্ছাকৃতভাবে আগুন দেওয়া হয়ে থাকে।

এর আগে, ২০২১ সালে তুরস্কে এক ভয়াবহ দাবানলে উপকূলীয় অনেকগুলো রিসোর্ট ধ্বংস হয়ে যায়, মৃত্যু হয় ৯ জনের।

জেপি/নি-২৩/এমএইচ