logo
আপডেট : 22, June 2024 14:47
কোরআন অবমাননার অভিযোগে পর্যটককে পুড়িয়ে হত্যা

কোরআন অবমাননার অভিযোগে পর্যটককে পুড়িয়ে হত্যা

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় কোরআন অবমাননার অভিযোগে এক পর্যটককে পিটিয়ে, এবং পরে পুড়িয়ে হত্যা করেছে উত্তেজিত জনতা।

বৃহস্পতিবার খাইবার পাখতুনখোয়ার সোয়াত জেলার পর্যটন এলাকা মাদিয়ানে এ ঘটনা ঘটে।

নিহত ওই স্থানীয় পর্যটকের নাম মুহম্মদ ইসমাঈল (৩৬)। তিনি দেশটির পাঞ্জাব প্রদেশের শিয়ালকোটের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার মাদিয়ান পুলিশ স্টেশনে এসে কয়েক জন অভিযোগ করেন যে, হোটেলে অবস্থানকালে ইসমাঈল কোরআন শরিফ পুড়িয়েছেন। এই অভিযোগের ভিত্তিতে ইসমাঈলকে হোটেল থেকে গ্রেপ্তার করে থানায় নিজেদের হেফাজতে রাখে পুলিশ।

এর কয়েক ঘণ্টার মধ্যে শতাধিক মানুষ ওই পুলিশ স্টেশন ঘেরাও করে ইসমাঈলকে তাদের হাতে তুলে দেওয়ার দাবি করেন। পুলিশ তাতে অস্বীকৃতি জানালে বিক্ষুব্ধ জনতা থানায় আক্রমন করে ইসমাঈলকে টেনে-হিঁচড়ে বাইরে বের করে পেটাতে থাকেন। এক পর্যায়ে গুরুতর আহত অবস্থায় ইসমাঈলের গায়ে আগুন ধরিয়ে দেন তারা।

সোয়াত পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা জাহিদ উল্লাহ খান জানিয়েছেন, উত্তেজিত জনতা পুলিশ স্টেশন এবং পুলিশের গাড়িতেও অগ্নিসংযোগ করেছে। পুলিশ ইতোমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে।

তবে ভয়াবহ এই ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি। কাউকে গ্রেপ্তারও করা যায়নি।

জেপি/নি-২২/এমএইচ