logo
আপডেট : 18, June 2024 19:55
ইরানে হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত অনন্ত ৯

ইরানে হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত অনন্ত ৯

ইরানের উত্তরাঞ্চলীয় শহর রাশতের একটি একটি হাসপতালে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। এক সংবাদে এ তথ্য জানিয়েছে ইরানের রাষ্ট্রয়ত্ত সংবাদ মাধ্যম আইআরআইবি।

জানা গেছে, সোমবার রাত দেড়টার দিকে শহরের ঘায়েম হাসপাতালে আগুর ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডের কারণ শানক্ত করতে তদস্তকারী কর্মকর্মারা কাজ শুরু করেছে।

রাশতের গিলান ইউনিভার্সিটি অব মেডিক্যাল সায়েন্সের প্রেসিডেন্ট মোহাম্মদ তাগি আশোবি বলেছেন দুর্ভাগ্যজনকভাবে এই অগ্নি দুর্ঘটনায় ৯ জন প্রাণ হারিয়েছেন। রাষ্ট্রীয় টেলিভিশনকে তিনি বলেছেন, অগ্নিকাণ্ডে মারা যাওয়া রোগীদের বেশিরভাগই হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে (আইসিইউ) ভর্তি ছিলেন।

দেশটির স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রাশতের ওই হাসপাতালে রোগীদের জন্য ২৫০ শয্যা রয়েছে। অগ্নিকাণ্ডের সময় সেখানে ১৪২ জন রোগী ছিলেন।

জেপি/নি-১৮/প