logo
আপডেট : 17, June 2024 12:54
পশ্চিমবঙ্গে ট্রেন দুর্ঘটনায় নিহত ৫, আহত ২৫

পশ্চিমবঙ্গে ট্রেন দুর্ঘটনায় নিহত ৫, আহত ২৫

ভারতের পশ্চিমবঙ্গে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে এবং ২৫ জন আহত হয়েছেন। তবে হতাহতের এই সংখ্যা আরও বাড়তে পারে বলে। খবর এনডিটিভির।

সোমবার (১৭ জুন) শিয়ালদাহের দিকে যাওয়ার পথে একটি মালবাহী ট্রেন পেছন দিক থেকে এসে ধাক্কা দেয় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনকে এতেই দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় কলকাতা থেকে শিলিগুড়ি রেল যোগাযোগ সাময়িক বন্ধ আছে।

দার্জিলিং পুলিশের অ্যাডিশনার এসপি অভিষেক রায় সংবাদ মাধ্যমকে জানিয়েছে, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনে মালবাহী ট্রেন ধাক্কা দিয়েছে। এতে এখন পর্যন্ত পাঁচ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া ২৫ জন আহত হয়েছেন। হতাহতের এ সংখ্যা আরও বাড়তে পারে।

এদিকে ট্রেন দুর্ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, এই মাত্র দার্জিলিঙের ফাঁসি দেওয়া এলাকায় ট্রেন দুর্ঘটনার খবর পেলাম। বিস্তারিত এখনও জানতে পারিনি। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ি ধাক্কা দিয়েছে শুনেছি।

জেপি/নি-১৭/প