logo
আপডেট : 16, June 2024 18:46
ইসরায়েলি অভিযান: ঈদের দিনও স্বস্তি নেই গাজা বাসীর

ইসরায়েলি অভিযান: ঈদের দিনও স্বস্তি নেই গাজা বাসীর

আজ মধ্যপ্রাচ্যসহ মুসলিম বিশ্বের অধিকাংশ দেশে পালিত হচ্ছে ঈদুল আজহা। সেই সুবাদে যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনেও আজ ঈদ। তবে এই খুশির সময়ও ফিলিস্তিনের গাজায় অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েল।

গতকাল শনিবার গাজার প্রধান শহর গাজা সিটিসহ উপত্যকার বিভিন্ন এলাকায় বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। পৃথক পৃথক এসব হামলায় ১০ জনের মৃত দেহ উদ্ধার করা হয়েছে। এই দিন গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় ও গাজা সিটিতে অবস্থিত শরণার্থী শিবিরেও আর্টিলারি অ্যাটাক চালিয়েছে ইসরায়েল।

গত প্রায় দেড় মাস ধরে গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় অভিযান পরিচালনা করছে ইসরায়েলি বাহিনী। অভিযান শুরুর সময় এতে প্রবল আপত্তি জানিয়েছিল যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়। সেই আপত্তি উপেক্ষা করেই ইসরায়েল অভিযান চলায় রাফায়। যা এখনো চলমান।

অভিযান কারণ হিসেবে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) যুক্তি- রাফায় শক্তিশালী ঘাঁটি রয়েছে হামাসের এবং গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী এই সশস্ত্র গোষ্ঠীকে পুরোপুরি নিষ্ক্রিয় করতে রাফায় অভিযান চালানো জরুরি।

গত ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে অতর্কিত হামলা শুরু হয় হামাস-ইসায়েল যুদ্ধ। এই সংঘাতে এখন পর্যন্ত ৩৭ হাজার ২৬৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। সেই সাথে হামাসের হামলায় নিহত হয়েছে১ হাজার ২০০ জন ইসরায়েলি।

জেপি/নি-১৬/প