logo
আপডেট : 13, June 2024 13:39
আইসক্রিমের মধ্যে মানুষের কাটা আঙুল!

আইসক্রিমের মধ্যে মানুষের কাটা আঙুল!

এক নারী অনলাইনে আইসক্রিম অর্ডার দিয়েছিলেন। ঠিক সময়ে হাতেও পেয়েছেন। তবে খেতে গিয়েই বাঁধের বিপত্তি। আইসক্রিমের মধ্যে পাওয়া গলে মানুষের কাটা আঙুল।

আবার করা এই ঘটনা ঘটেছে ভারতের মুম্বাইয়ে। এর জেরে সংশ্লিষ্ট ওই আইসক্রিম কোম্পানির বিরুদ্ধে দায়ের করা হয়েছে মামলা। খবর এনডিটিভির।

জানা গেছে, অনলাইনে অর্ডার করা আইসক্রিমে মানুষের আঙুল পাওয়ার মতো চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে মুম্বাইয়ে। মূলত মুম্বাইয়ের শহরতলী মালান্ডে বসবাসকারী এক নারী ইউম্মো আইসক্রিম থেকে অনলাইনে শঙকু আইসক্রিম অর্ডার করেছিলেন।

কিন্তু আইসক্রিম হাতে পাওয়ার পর মোড়ক খুলতেই তিনি হতবাক হয়ে যান। মূলত আইসক্রিমের ওপরের ভাগেই মানুষের কাটা আঙুল পান তিনি। আর এরপরই তিনি থানায় যান এবং অভিযোগ দায়ের করেন।

সংবাদমাধ্যম বলছে, কাটা আঙুল পাওয়ার পর সেটিসহ আইসক্রিম নিয়ে মালাড থানায় যান ওই নারী। ইউম্মো কোম্পানির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানিয়েছেন, মামলা দায়ের করে আঙুলের টুকরোটি ফরেনসিক ল্যাবে পাঠানো হয়েছে। পুলিশ ইতোমধ্যেই এ বিষয়ে তদন্তে নেমেছে।

তবে এই ঘটনার পর আইসক্রিম প্রস্তুতকারক সংস্থার কাছ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

জেপি/নি-১৩/প