logo
আপডেট : 13, June 2024 12:32
কঙ্গোতে নৌকাডুবি: নিহত কমপক্ষে ৮০

কঙ্গোতে নৌকাডুবি: নিহত কমপক্ষে ৮০

মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআরসি) একটি নৌকাডুবির ঘটনা কমপক্ষে ৮০ জনের মৃত্যু হয়েছে। বুধবার মাই এনডোম্বে প্রদেশের মুশি শহর থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরের কোয়া নদীকে ওই দুর্ঘটনা ঘটেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট ফেলিক্স শিসেকেদি। খবর আল জাজিরার।

প্রেসিডেন্ট কার্যালয় থেকে বলা হয়েছে, ভবিষ্যতে যেন এ ধরনের বিপর্যয় আর না ঘটে সেজন্য এসব ঘটনা পেছনের প্রকৃত কারণ তদন্তের জন্য আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট। সেই সাথে ভুক্তভোগী পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন প্রেসিডেন্ট ফেলিক্স। এই সাথে ক্ষতিগ্রস্তদের সহায়তার নির্দেশনা দিয়েছেন তিনি।

রাতে যাত্রার সময় ওই দুর্ঘটনা ঘটেছে। ধারণা করা যাচ্ছে অন্ধকারে কিছু দেখা না যাওয়ার এমন দুর্ঘটনা ঘটেছে।

মাই এনডোম্বে প্রদেশের গভর্নর রিটা বোলা দুলা জানিয়েছেন, এই দুর্ঘটনা কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, কঙ্গোতে নৌকাডুবির ঘটনা যেন সাধারণ হয়ে উঠেছে। দেশটির বিস্তীর্ণ বনাঞ্চল জুড়ে সামান্য কিছু পাকা রাস্তা রয়েছে। সেখানে বেশির ভাব মানুষই নদীপথেই যাতায়াত করে থাকে।

জেপি/নি-১৩/প