logo
আপডেট : 10, June 2024 19:39
রাষ্ট্রপতি ভবনে শপথ গ্রহণের সময় রহস্যময় প্রাণীর দেখা!

রাষ্ট্রপতি ভবনে শপথ গ্রহণের সময় রহস্যময় প্রাণীর দেখা!

ভারতের রাষ্ট্রপতি ভবনে মন্ত্রিসভার শপথ গ্রহণ সংক্রান্ত আনুষ্ঠানিকতা শেষে রাষ্ট্রপতি ভবনের লনে বিজেপি সাংসদ দূর্গা দাস রাষ্ট্রপতি ভবনের বারান্দা দিয়ে হেঁটে যাচ্ছে বড় আকারের একটি বিড়াল জাতীয় প্রাণী। অস্পষ্ট ভাবে দেখা যাওয়া ভিডিওতে টিক ঠাহর করা যাচ্ছে না যে প্রাণীটি বড় আকারের বিড়াল না কি চিতাবাঘ।

রাষ্ট্রপতির ভবনের সিসি ক্যামেরায় প্রথম ধরা পড়েন ভিডিওটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে।

অনেকেই সেখানে কমেন্ট করছে এটা কি সত্যিই ঘটেছে নাকি এডিট ভিডিও? এত বড় একটা প্রাণী ঘুরে বেড়াচ্ছে আর কেউ লক্ষ্য করছে না। এটা কীভাবে সম্ভব?

তবে রাষ্টপতি ভবন থেকে এ সংক্রান্ত কোনো বন্তব্য দেওয়া হয়নি।

উল্লেখ্য, রোববার শপথ গ্রহণ করেছেন ভারতের নব নির্বাচিত সরকারের ৭২ সদস্যবিশিষ্ট মন্ত্রিসভার সব সদস্য। এই সদস্যদের মধ্যে ৩০ জন পূর্ণ মন্ত্রী, ৩৬ জন প্রতিমন্ত্রী এবং ৫ জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত আপাতত দপ্তরবিহীন প্রতিমন্ত্রী। শপথ গ্রহণের যাবতীয় অনুষ্ঠান এবং অনুষ্ঠান শেষে ভোজ হয়েছে নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে।

জেপি/নি-১০/প