logo
আপডেট : 10, June 2024 17:51
মুখ্যমন্ত্রীর নিরাপত্তা দলের ওপর হামলা, আহত ২

মুখ্যমন্ত্রীর নিরাপত্তা দলের ওপর হামলা, আহত ২

ভারতের মনিপুরের জিরিবাম এলাকা পরিদর্শনে যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের। তার আগে, সেখানকার নিরাপত্তা পর্যবেক্ষণ করতে পাঠানো নিরাপ্ত্তা দল বিদ্রোহীদের হামলার শিকার হয়েছে।

সোমবার (১০ জুন) জিরিবাম জেলার জাতীয় মহাসড়ক-৫৩ এর পার্শ্ববর্তী কোটলেন গ্রামের কাছে বিদ্রোহীদের অতর্কিত হামলার শিকার হয় নিরাপত্তা দলটি। এসময় আহত হয়েছেন রাজ্য নিরাপত্তা বাহিনীর দুই কর্মকর্তা।

পুলিশ বলেছে, নিরাপত্তা বাহিনীর সদস্যদের বহনকারী গাড়িকে লক্ষ্য করে একাধিক গুলি ছোড়া হয়। জবাবে নিরাপত্তা বাহিনীর সদস্যরাও পাল্টা গুলি চালিয়েছেন।

উল্লেখ্য, গত কয়েক বছর ধরেই জাতিগত সহিংসতায় উত্তপ্ত রয়েছে ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় এই রাজ্যটি। মাঝে কিছুদিন পরিস্থিতি শান্ত থাকলেও গত ৬ জুন নতুন করে সহিংসতার সূত্রপাত ঘটে।

ওইদিন স্থানীয় মেইতেই সম্প্রদায়ের এক বৃদ্ধ কৃষকের মরদেহ উদ্ধারের ঘটনায় পুনরায় উত্তেজনা তৈরি হয়। মরদেহ উদ্ধারের আগে কয়েক সপ্তাহ নিখোঁজ ছিলেন তিনি। তার পরপরই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা বাহিনীকে অতিরিক্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।

তারপরও সেখানকার পরিস্থিতি দ্রুত খারাপ হয়ে প্রতিবেশি রাজ্য আসামেও ছড়িয়ে পড়ে।

জেপি/নি-১০/এমএইচ