logo
আপডেট : 08, June 2024 13:51
জাতিসংঘের কালো তালিকায় ইসরায়েলি বাহিনী

জাতিসংঘের কালো তালিকায় ইসরায়েলি বাহিনী

গত বছরের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া হামাস-ইসরায়েল যুদ্ধে গাজা উপত্যকায় নারকীয় হত্যাযজ্ঞ চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এখন পর্যন্ত সেখানে তারা হত্যা করেছে প্রায় সাড়ে ১৫ হাজার শিশুকে। একারণে দেশটির সেনাবাহিনীকে কালো তালিকাভুক্ত করার কথা জানিয়েছে জাতিসংঘ।

আন্তর্জাতিক সংস্থাটির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে মানবাধিকার সংস্থাগুলো। তারা বলছে গাজা যুদ্ধে ইসরায়েল বাহিনী যেভাবে শিশুদের হত্যা করেছে, তাতে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসে যে পদক্ষেপ নিতে যাচ্ছেন তা যথোপযুক্ত।

অ্যামিনেস্টি ইন্টারন্যাশনালের সেক্রেটারি জেনারেল অ্যাগনেস ক্যালামার্ড বলেন, ১৫ হাজার শিশুকে হত্যার এ তালিকা অত্যন্ত লজ্জার। 

এদিকে গত ২৪ ঘণ্টায় গাজায় নতুন করে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছে ৭৭ জন। এছাড়া আহত হয়েছে আরও ২২১ জন। এছাড়া গত অক্টোবর থেকে চলা এই হামলায় বরখন পর্যন্ত ৩৬ হাজার ৭৩১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগই নারী ও শিশু। এই সময়ের মধ্যে আহত হয়েছেন আরও ৮৩ হাজারের বেশি ফিলিস্তিনি।

জেপি/নি-৮/এমএইচ