ভারতের লোকসভার নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য বলিউড তারকা কঙ্কনা রানাওয়াতের গালে চড় দেওয়ার অপরাধে বহিষ্কার হওয়া সেন্ট্রাল ইন্ড্রাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স এর সদস্য কুল বিন্দর কৌরকে গ্রেফতার করা হয়েছে।
সংসদ ভবনের পক্ষ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার হিমাচল থেকে দিল্লিতে যাচ্ছিলেন কঙ্গনা। এরপর চন্ডিগড় বিমানবন্দরে সিকিউরিটি চেকিংয়ের পর বোর্ডিংয়ের সময় সিআইএসএফের ঐ মহিলা কনস্টেবল।
এই অভিযোগের পর কুল বিন্দর কে আটক করা হয়। কঙ্গনা চন্ডিগড় বিমানে করতে দিল্লি যাওয়ার জন্য হাজির হন। এমন সময় CISF জাওয়ান তার সঙ্গে বাদ-বিতণ্ডায় জড়িয়ে পড়ে জড়িয়ে পড়ে এবং কঙ্গনা কে চড় মারেন। পরে কঙ্গনার সাথে থাকা একজন পাল্টা চড় মারেন ওই নিরাপত্তারক্ষীকে।
জানা গেছে ভারতের কৃষক আন্দোলন নিয়ে উল্টোপাল্টা মন্তব্য করেছিলেন কাঙ্গনা। তখন থেকেই অভিনেত্রী উপর ক্ষুব্ধ ছিলেন এই জাওয়ান। বিমানবন্দরে কঙ্গনার দেখা পেতেই নিজের মনের ঝাল মেটালেন তিনি
জেপি/নি-৭/প