logo
আপডেট : 06, June 2024 19:40
মোদির শপথ পেছাল, কিন্তু কেন?

মোদির শপথ পেছাল, কিন্তু কেন?

আগামী ৮ জুন তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার কথা ছিল নরেন্দ্র মোদির। তবে এই দিনে শপথ নিচ্ছেন না তিনি।

৮ জুনের পরিবর্তে পরের দিন ৯ জুন, অর্থাৎ শনিবারের বদলে রোববার শপথ নেবেন মোদি। তবে এই শপথ অনুষ্ঠান হঠাৎ কেন পেছানো হয়েছে তার কোনো স্পষ্ট কারণ কেউ জানাতে পারেনি।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো বলছে, মোদির এনডিএ জোটের শরিক দলগুলো বিভিন্ন দাবি-দাওয়া করছে। তারা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়সহ স্পিকারের পদের আবদার করেছে। আর এসব বিষয় নিয়ে এখন বিজেপি এবং জোটের অন্যান্য দলগুলোর মধ্যে আলোচনা হচ্ছে।

তবে বিজেপি স্বরাষ্ট্র, পররাষ্ট্র, প্রতিরক্ষা ও অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব জোটগুলোকে ছেড়ে দেবে না বলে একটি সূত্রের বরাতে জানিয়েছে প্রভাবশালী সংবাদমাধ্যম এনডিটিভি।

উল্লেখ্য, এবারের নির্বাচনে মোদির বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় এনডিএ জোটে থাকা বিহারের প্রধানমন্ত্রী নীতিশ কুমার এবং তেলেগু দিসাম পার্টির প্রধান চন্দ্রবাবু নাইডু বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন। এ দুজন এখন বেশ কয়েকটি পূর্ণমন্ত্রী, উপমন্ত্রী এবং স্পিকারের পদ চাচ্ছেন। তবে তাদের সব চাহিদা বিজেপি পূরণ করবে না বলে ইঙ্গিত দিয়েছে।

নির্বাচনে এককভাবে ২৪০টি আসন পেয়েছে মোদির বিজেপি। অপরদিকে বিজেপির নেতৃত্বাধীন ‘এনডিএ’ জোট পেয়েছে ২৯৩ আসন। বিজেপির প্রধান বিরোধী দল কংগ্রেস এককভাবে ৯৯টি আসনে জয় পেয়েছে। আর তাদের জোট ‘ইনডিয়া’ পেয়েছে ২৩৪ আসন।

জেপি/নি-৬/এমএইচ