logo
আপডেট : 05, June 2024 16:44
লোকসভায় বিজয়ের হাসি হাসলেন যে তারকারা

লোকসভায় বিজয়ের হাসি হাসলেন যে তারকারা

৪ জুন নির্ধারিত হয়ে গেল আগামী ৫ বছরের জন্য ভারতের ভবিষ্যৎ। এদিন সকাল থেকেই ছিল টানটান উত্তেজনা। আগ্রহ ছিল নির্বাচনে অংশ নেওয়া তারকাদের ঘিরে। এবার ভারতের লোকসভা নির্বাচনে লড়াই করেছেন একাধিক তারকা প্রার্থী। দেখে নেওয়া যাক তাদের কার কী অবস্থা!

এবারের লোকসভা নির্বাচনেও ঘাটাল আসন থেকে তৃণমূলের টিকিট পেয়ে বিজয়ী হয়েছেন সিনে অভিনেতা দেব। প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১ লাখ ২১ হাজার ভোট বেশি পেয়ে জয়লাভ করেছেন তিনি। তার বিপরীতে এই আসনে বিজেপি প্রার্থী হয়েছিলেন আরেক অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়।

প্রথমবার তৃণমূলের টিকিট পেয়ে যাদবপুর আসন থেকে লোকসভা নির্বাচনে অংশ নেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী সায়নী ঘোষ। প্রথমবার নির্বাচনেই বাজিমাত করেছেন তিনি। বিজয়ের হাসি হেসেছেন এই অভিনেত্রীও। এ আসনে পরাজিত হয়েছেন বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলি।

ভারতের লোকসভা নির্বাচনে প্রথমবার তৃণমূল প্রার্থী হন ভারতীয় বাংলা সিনেমার একসময়ের জনপ্রিয় অভিনেত্রী রচনা ব্যানার্জি। হুগলি আসন থেকে ৫ লাখ ৭০ হাজার ৯৭৬ ভোট পেয়ে বিজয়ের হাসি হাসেন তিনি। অন্যদিকে ৫১ হাজার ৬৫৪ ভোটের ব্যবধানে অভিনেত্রীর কাছে হেরেছেন আরেক অভিনেত্রী বিজেপির লকেট চ্যাটার্জী।

প্রথমবারের মতো ভারতীয় জনতা পার্টির প্রার্থী হয়ে এবারের নির্বাচনে লড়েন কঙ্গনা রানাওয়াত। হিমাচল প্রদেশের মান্ডি আসনে প্রাথমিক ফলাফলে ৫ লাখ ৩৭ হাজার ২২টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তিনি। তার প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের প্রার্থী বিক্রমাদিত্য সিং পেয়েছেন ৪ লাখ ৬২ হাজার ২৬৭ ভোট। ৭৪ হাজার ভোট বেশি পেয়ে জয়লাভ করেছেন কঙ্গনা।

লোকসভা নির্বাচনে আসানসোল আসনে ৬ লাখ ৫ হাজার ৬৪৫টি ভোট পেয়ে জয়লাভ করেছেন তৃণমূলপ্রার্থী বলিউড অভিনেতা শত্রুঘ্ন সিনহা। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে ৬৩ হাজার ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন তিনি।

এদিকে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রার্থী হিসেবে এবারের নির্বাচনে লড়েছেন অভিনেতা রবি কৃষাণ। উত্তর প্রদেশের গোরাখপুর থেকে ৫ লাখ ৮৫ হাজার ৮৩৪ ভোট পেয়ে প্রাথমিক ফলাফলে বিজয়ী হন তিনি। তার প্রতিদ্বন্দ্বী সমাজবাদী পার্টির প্রার্থী কাজল নিষাদ পেয়েছেন ৪ লাখ ৮২ হাজার ৩০৮ ভোট।

জেপি/নি-৫/এমএইচ