logo
আপডেট : 05, June 2024 16:34
মোদির পদত্যাগ, শপথ নিচ্ছেন শনিবার

মোদির পদত্যাগ, শপথ নিচ্ছেন শনিবার

তৃতীয় মেয়াদে ভারতে প্রধানমন্ত্রী হিসেবে আগামী শনিবার শপথ গ্রহণ করবেন নরেন্দ্র মোদি। এর আগে এই কীর্তি গড়েছিলেন কংগ্রেস নেতা জওহরলাল নেহরু।

বুধবার (৫ জুন) দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করে পদত্যাগপত্র দিয়েছেন প্রধানমন্ত্রী মোদি ও তার মন্ত্রিসভার বাকি সদস্যরা। এরপর তাকে শপথ গ্রহণ পর্যন্ত দায়িত্ব পালনের অনুরোধ করা হয়। খবর এনডিটিভির।

2145469

তৃতীয় মেয়াদে সরকার গঠন দলটির নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোটের (এনডিএ) সঙ্গীদের জিতে নেওয়া ৫৩টি আসনে ওপর নির্ভর করবে। তবে নরেন্দ্র মোদি উত্তর প্রদেশের বারাণসি লোকসভা কেন্দ্রে জয় ধরে রাখতে পরেছেন। তার বিপক্ষে পরাজিত হয়েছেন কংগ্রেস নেতা অজয় রায়।

এ দিকে ভারতের ১৮তম সাধারণ লোকসভা নির্বাচনের ৫৪৩টি আসনের চূড়ান্ত ও আনুষ্ঠানিক ফল ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। এতে দেখা যাচ্ছে, ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পাটি (বিজেপি) সবচেয়ে বেশি ২৪০টি আসন পেয়েছে। তবে তারা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়েছে। অপরদিকে দ্বিতীয় সর্বোচ্চ ৯৯টি আসন পেয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। সব আসনের ফলাফল ঘোষণা শেষে দেখা যাচ্ছে এবারের নির্বাচনে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি।

তবে মোদির বিজেপির নেতৃত্বাধীন জোট ‘এনডিএ' ২৯২টি আসন পেয়েছে। অপরদিকে কংগ্রেসের নেতৃত্বাধীন জোট 'ইনডিয়া' পেয়েছে ২৩৪টি আসন। অন্যান্য দলগুলো পেয়েছে বাকি ১৭টি আসন।

জেপি/নি-৫/প