logo
আপডেট : 05, June 2024 11:03
দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ বন্যা, নিহত ২২

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ বন্যা, নিহত ২২

দক্ষিণ আফ্রিকায় ভারী বৃষ্টি ও তীব্র বাতাসের কারণে সৃষ্ট বন্যায় মৃত্যু হয়েছে ২২ জনের।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির পূর্বাঞ্চলের দুটি প্রদেশের বেশ কয়েকটি স্থানে বন্যা আঘাত হেনেছে। এছাড়া দুই দফা টর্নেডোর আঘাত এবং মধ্যাঞ্চলে তুষারপাতের ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ইস্টার্ন কেপে মৃত্যু হয়েছে অন্তত ১১ জনের। নেলসন ম্যান্ডেলা উপসাগর থেকে দুই হাজারের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে।

পাশের প্রদেশ কোয়াজুলু-নাটালের বন্দর নগরী ডারবান এবং এর আশেপাশে কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন ৫৫ জন। তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। কোয়াজুলু-নাটালে সতর্কতা জারি করেছে প্রাদেশিক কর্তৃপক্ষ।

এর আগে, ২০২২ সালে দক্ষিণ আফ্রিকার ইতিহাসের সবচেয়ে খারাপ বন্যা পরিস্থিতি দেখা দিয়েছিল ডারবান এবং এর আশেপাশের এলাকায়। সে সময় ভূমিধসে চার শতাধিক মানুষ প্রাণ হারায়।

জেপি/নি-৫/এমএইচ