logo
আপডেট : 04, June 2024 10:41
ভারতে ভোটগণনা শুরু, প্রথম ঘণ্টায় এগিয়ে বিজেপি-জোট

ভারতে ভোটগণনা শুরু, প্রথম ঘণ্টায় এগিয়ে বিজেপি-জোট

ভারতে দেড় মাসেরও বেশি সময় ধরে চলা নির্বাচন শেষে এবার শুরু হয়েছে ভোটগণনা। স্থানীয় সময় সকাল আটটায় এই ভোট গণনা শুরু হয়। বিজেপি নাকি কংগ্রেস, এনডিএ জোট নাকি বিরোধী ইন্ডিয়া জোট, এ লোকসভা নির্বাচনে কারা বিজয়ী হয়ে নতুন সরকার গঠন করবে সেটা জানা যাবে আজই। প্রথমে পোস্টাল ব্যালটে পড়া ভোট গণনা শুরু হয়। এরপর একে একে খুলতে শুরু করে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)। এই যন্ত্রে আপাতত বন্দি রয়েছে প্রার্থীদের ভবিষ্যৎ। খবর এনডিটিভি।

সংবাদমাধ্যম বলছে, সকাল ৮টা বাজতেই পুরো দেশের ৫৪২টি কেন্দ্রে শুরু হয়েছে ভোটগপনা। সুরাত কেন্দ্রে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছেন বিজেপি প্রার্থী।। ফলে গণনা শুরুর আগেই এক আসনে এগিয়ে গেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। প্রাথমিক তথ্য বলছে, এখন পর্যন্ত ভোট গণনায় এগিয়ে আছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। ভোট গণনার প্রথম আধাঘণ্টায় বিজেপি নেতৃত্বাধীন এনডিএ এগিয়ে আছে ১৭১টি আসনে। ইন্ডিয়া জোট এগিয়ে ৬৮টি আসনে এবং অন্যরা এগিয়ে ৪টি আসনে।

গত আড়াই মাস ধরে মোট সাত দফায় বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের দেশটির প্রধান উৎসব সাধারণ নির্বাচনে ভোট হয়েছে। রোদ, ঝড়-বৃষ্টি উপেক্ষা করে পছন্দের প্রার্থীদের পক্ষে ভোট দিয়েছেন কোটি কোটি মানুষ। এ নজির বিশ্বের ইতিহাসে বিরল। ভোট কি কেবলই মাঠে-ময়দানে প্রচার? এবারের সাধারণ নির্বাচন ছাপিয়ে গেছে আগের সব নজির। এবার সেয়ানে সেয়ানে লড়াই চলেছে সামাজিক মাধ্যমেও।

ভোটের একেবারে শুরু থেকে বিদায়ী প্রধানমন্ত্রী তথা নরেন্দ্র মোদীর দল বিজেপি দাবি করেছিল তারা ৪শত অতিক্রম করবে। সপ্তম দফার ভোট শেষ হওয়ার পরেই দেশজুড়ে একাধিক সংবাদমাধ্যম বুথফেরত সমীক্ষার আয়োজন করেছিল। সমীক্ষায় উঠে এসেছে, তৃতীয় বারের জন্য প্রধানমন্ত্রী হতে চলেছেন নরেন্দ্র মোদী। প্রায় সব বুথফেরত সমীক্ষা বলছে, বিজেপির নেতৃত্বে এনডিএ অন্তত সাড়ে তিনশো বা তার বেশি আসনে জিতবে। বিজেপি একা গত লোকসভা ভোটের মতোই ৩০০-র বেশি আসন জিততে পারে।

জেপি/নি-৪/প