logo
আপডেট : 27, May 2024 12:28
পাপুয়া নিউগিনিতে ভূমিধসে চাপা পড়েছে ২ হাজারের বেশি

পাপুয়া নিউগিনিতে ভূমিধসে চাপা পড়েছে ২ হাজারের বেশি

পাপুয়া নিউগিনিতে ভয়াবহ ভূমিধসের দুই হাজারের বেশি মানুষ মাটির নিচে চাপা পড়েছে। ভূমিধসের এ ভয়াবহ ঘটনাটি ঘটেছে দেশটির ছয়টি প্রত্যন্ত গ্রামে। খবর এএফপির।

দেশটির জাতীয় দুর্যোগ কেন্দ্র পোর্ট মোরেসবিতে জাতিসংঘের কার্যালয়কে জানিয়েছে, ভূমিধসে দুই হাজার বেশি মানুষ জীবিত মানুষ অবস্থায় মাটির নিচে চাপা পড়েছেন এবং সেখানে বড় ধরনের ধ্বংসযজ্ঞ ঘটেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বিভিন্ন ফুটেজ ভয়াবহ সেই দৃশ্য দেখা গেছে। এ দুর্ঘটনা পরপরই স্থানীয়রা পাথর সরাতে শুরু করেছে। বিভিন্ন স্থানে অসংখ্য গাছ উপড়ে গেছে এবং ভেঙে পড়া ভবনের ধ্বংসাবশেষের নিচে বহু মানুষ চাপা পড়েন।

একদিন আগেই জানা যায় যে ভূমিধসের ঘটনায় অন্তত ৬৭০ জন নিহত হয়েছেন। ভূমিধসের ঘটনায় এখন পর্যন্ত ১৫০ টির বেশি বাড়ি মাটির নিচে চাপা পড়েছে।

এখনও সেখানে ছোট-বড় ভূমিধসের খবর পাওয়া যাচ্ছে। ফলে প্রতিনিয়তই ঝুঁকি বাড়ছে। গত বৃহস্পতিবার স্থানীয় সময় ৩ টার দিকে ভূমিধসের ঘটনা ঘটেছে।

জেপি/নি-২৭/প