logo
আপডেট : 25, May 2024 17:02
জাল নিয়ে এমপি আনারের দেহাংশ খুঁজছে সিআইডি

জাল নিয়ে এমপি আনারের দেহাংশ খুঁজছে সিআইডি

এমপি আনোয়ারুল আজীম আনারের খণ্ডিত দেহাংশ খুঁজতে ব্যাপক তল্লাশি চালাচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশের গোয়েন্দা বিভাগ (সিআইডি)। বিভিন্ন খাল ও পুকুরে জাল ফেলে তার মরদেহ খোঁজার চেষ্টা করছে তারা।

শনিবার (২৫ মে) কসাই জিহাদের দেয়া তথ্যনুযায়ী সঞ্জীভা গার্ডেনের বিভিন্ন অংশে তল্লাশি চালাচ্ছেন তারা।

এর আগে, বৃহস্পতিবার বনগাঁ সীমান্ত থেকে আজীম হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে খুলনার কসাই জিহাদকে গ্রেফতার করা হয়। শুক্রবার আদালতের নির্দেশে তাকে নিজেদের হেফাজতে পায় সিআইডি। খুনের পর ফ্ল্যাটেই দেহ টুকরো টুকরো করে লুকানোর লোমহর্ষক তথ্য স্বীকার করে সে।

কলকাতায় খুন হওয়া বাংলাদেশি সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মরদেহ অন্তত ৮০ টুকরায় বিভক্ত করা হয়। পরে তা ফেলা হয় খালসহ বিভিন্ন স্থানে। পশ্চিমবঙ্গের গোয়েন্দা বিভাগ সিআইডির জিজ্ঞাসাবাদে এমনটাই জানিয়েছেন জিহাদ হাওলাদার। সিআইডির আশঙ্কা, এমপি আনরের মরদেহের খণ্ডিত অংশ এরই মধ্যে হয়তো চলে গেছে বিভিন্ন জলজ প্রাণীর পেটে।

মূলত আনারকে হত্যার জন্য ভারতের মুম্বাই থেকে ‘কসাই’ খ্যাত জিহাদ হাওলাদারকে কলকাতায় আনা হয়।

জেপি/নি-২৫/এমএইচ