logo
আপডেট : 23, May 2024 12:32
টুকরো করে ফ্রিজে রাখা হয়েছিল এমপির মরদেহ

টুকরো করে ফ্রিজে রাখা হয়েছিল এমপির মরদেহ

ঝিনাইদহ- সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে হত্যার পর তার লাশ টুকরো টুকরো করে দফায় দফায় বিভিন্ন জায়গায় সরানো হয়েছে বলে তথ্য পেয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ।

বুধবার (২২ মে) প্রায় ১০ দিন নিখোঁজ থাকার পর সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মৃত্যুর বিষয়টি সামনে আসে।

বুধবার সকালে নিউটাউনের সঞ্জীবা গার্ডেনের একটি ঘর খুলে ভেতরে রক্তের দাগ দেখতে পায় পুলিশ। উদ্ধার করা হয় ট্রলিব্যাগ, তাতেও ছিল রক্তের দাগ।

আবাসনের সিসিটিভি ফুটেজ খতিয়ে পুলিশ দেখতে পায়, গত ১৩ মে এক নারীসহ আরও তিনজন নিয়ে ওই আবাসনে ওঠেন আরোয়ারুল আজীম। এরপর আনোয়ার আর ওই আবাসনের বাইরে না গেলেও বাকিরা বেশ কয়েকবার যাওয়া-আসা করেন।

পশ্চিমবঙ্গ পুলিশ জানায়, সঞ্জীবা গার্ডেনের ওই রুমে আমপি আনারকে শ্বাস রোধ করে হত্যা করা হয়। পরে লাশ টুকরো টুকরো করে ফ্রিজে রেখে দেওয়া হয় যাতে গন্ধ না ছড়ায়। পরবর্তীতে ধাপে ধাপে তার মরদেহ বিভিন্ন স্থানে নিয়ে ফেলা হয়। ওই আবাসন থেকে রক্তমাখা ট্রলিব্যাগ উদ্ধার করা হয়, পুলিশের ধারণা ওই ব্যাগে করেই আনারের দেহাংশ বাইরে নিয়ে ফেলা হয়েছে। টুকরো দেহাংশ ফেলার দায়িত্বে থাকা দুইজনকে খুঁজে পাওয়া গেলেই লাশের হদিস পাওয়া যাবে।

এছাড়াও বুধবার রাতে আনোয়ারুল আজীম আনোয়ার খুনে ব্যবহৃত একটি গাড়ি উদ্ধার করেছে নিউটাউন থানার পুলিশ। সঞ্জীবা গার্ডেনসে বিলাসবহুল আবাসনের সিসিটিভি দেখে গাড়িটিকে শনাক্ত করা হয়।

সঞ্জীবা গার্ডেনস অঞ্চলটি নিউটাউন থানার অন্তর্গত হওয়ায় একটি খুনের মামলা রুজু করেছে নিউটাউন থানা পুলিশ। মামলার তদন্তভার রাজ্য পুলিশের সিআইডির হাতে দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ১২ মে, ভারতের কলকাতায় আসেন সংসদ সদস্য আনোয়ারুল আজীম। পরদিন ১৩ মে রহস্যজনক ভাবে তিনি নিখোঁজ হন। সবশেষ বুধবার সকালে তার খুন হওয়ার বিষয়টি সামনে আসলে তদন্তে নেমে পড়ে বাংলাদেশ ও ভারতের পুলিশ।

জেপি/নি-২৩/এমএইচ