logo
আপডেট : 21, May 2024 13:37
গাজায় ইসরায়েল গণহত্যা চালাচ্ছে না: বাইডেন

গাজায় ইসরায়েল গণহত্যা চালাচ্ছে না: বাইডেন

গত সাত মাস ধরে ফিলিস্তিনের গাজা উপত্যকায় লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। এসব হামলায় এখনো পর্যন্ত নিহত হয়েছেন ৩৫ হাজারেরও বেশি ফিলিস্তিনি। এমন পরিস্থিতিতে ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বজুড়ে বেড়েছে ক্ষোভ, অভিযোগ উঠেছে গণহত্যারও। তবে তা মানতে নারাজ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

মঙ্গলবার (২১ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের প্রতি সমর্থন জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘গাজায় যা ঘটছে তা গণহত্যা নয়। আমরা এটি প্রত্যাখ্যান করছি।’ সোমবার হোয়াইট হাউসে ইহুদি আমেরিকান হেরিটেজ মান্থ ইভেন্টে এ মন্তব্য করেন তিনি। এমনকি গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলা ও গণহত্যার বিষয়ে ফিলিস্তিনিপন্থি বিক্ষোভকারীদের সমালোচনাও প্রত্যাখ্যান করেছেন বাইডেন।

রয়টার্স বলছে, ওই ইভেন্টে বাইডেন ইসরায়েলকে ‘ভিকটিম’ বলে জোর দেন। তিনি বলেন, ইসরায়েলিদের সুরক্ষা ও নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রের সমর্থন ‘লোহার আবরণের মতো দৃঢ়’।

বাইডেন বলেন, ‘আমরা (হামাস নেতা ইয়াহিয়া) সিনওয়ার এবং হামাসের বাকী কসাইদের খুঁজে বের করতে ইসরায়েলের সাথে আছি। আমরা হামাসকে পরাজিত করতে চাই। আমরা ইসরায়েলের সাথে কাজ করছি যাতে হামাসকে পরাজিত করা যেতে পারে।’

সম্প্রতি নিজ দেশেই ফিলিস্তিনপন্থিদের কাছ থেকে ব্যাপক প্রতিবাদ ও সমালোচনার মুখোমুখি হয়েছেন বাইডেন। ফিলিস্তিনপন্থী এসব বিক্ষোভকারীরা ইসরায়েলের প্রতি তার অবিচল সমর্থনের জন্য বাইডেনকে ‘জেনোসাইড জো’ হিসাবে আখ্যায়িত করেছেন।

জেপি/নি-২১/এমএইচ