logo
আপডেট : 20, May 2024 15:40
অবশেষে প্রেসিডেন্ট রাইসির মরদেহ উদ্ধার

অবশেষে প্রেসিডেন্ট রাইসির মরদেহ উদ্ধার

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ইরানের প্রেসিডেন্ট ইবরাহিম রাইসিসহ অন্য আরোহীদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২০ মে) সকালে ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির (আইআরসিএস) বরাতে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এ তথ্য নিশ্চিত করেছে।

আইআরসিএস প্রধান পীর-হোসেন কৌলিভান্দ বলেন, কুয়াশা ও বৃষ্টি থাকলেও রাতভর তল্লাশি অভিযান অব্যাহত ছিল। একটি ড্রোনের মাধ্যমে হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ শনাক্ত করা হয়।

তিনি জানান, হেলিকপ্টারে থাকা আরোহীদের মরদেহ তাবরিজে নিয়ে যাওয়া হচ্ছে।

এর আগে, রোববার হেলিকপ্টারে চড়ে ইরানের উত্তর-পশ্চিমের তাবরিজ শহরের দিকে যাওয়ার সময় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হন প্রেসিডেন্ট রাইসি। তখন তার সঙ্গে ছিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানসহ আরও বেশ কয়েকজন কর্মকর্তা।

সোমবার সকালে পূর্ব আজারবাইজানের পাহাড়ি এলাকায় প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারের ধ্বংসাবশেষ খুঁজে পায় অনুসন্ধানী দল। তবে সেখানে প্রাণের কোনো চিহ্ন নেই বলে জানায় দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন ও সংবাদমাধ্যম গুলো।

জেপি/নি-২০/এমএইচ