logo
আপডেট : 18, May 2024 11:41
দীর্ঘমেয়াদী লড়াইয়ের জন্য হামাস প্রস্তুত

দীর্ঘমেয়াদী লড়াইয়ের জন্য হামাস প্রস্তুত

গাজায় দখলদার ইজরায়েলি বাহিনীর বিরুদ্ধে দীর্ঘমেয়াদী লড়াইয়ের জন্য প্রস্তুত হামাস, এমনটাই জানিয়েছেন দেশটির স্বাধীনতাকামী ইসলামপন্থী রাজনৈতিক গোষ্ঠী হামাসের সামরিক শাখা আল-কাসেম ব্রিগেডের মুখপাত্র আবু উবায়দা।

শুক্রবার (১৭ মে) এক ভিডিও বার্তায় এ ঘোষণা দেন তিনি।

ভিডিওবার্তায় আবু উবায়দা বলেন, ‘আমাদের জনগণের ওপর গত কয়েক মাস ধরে যে নির্মম আগ্রাসন চলছে, তা বন্ধের জন্য আমরা পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ।’

‘এবং একই সঙ্গে শত্রুদের সঙ্গে গাজায় দীর্ঘমেয়াদে লড়াই চালিয়ে যেতেও আমরা প্রস্তুত।’

আবু উবায়দার দাবি, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত হামাসের যোদ্ধারা ইসরায়েলি সেনাদের সঙ্গে ব্যাপক বীরত্বের সঙ্গে লড়াই করছে। ইসরায়েলি বাহিনীর যথেষ্ট ক্ষয়ক্ষতি সাধনেও সফল হয়েছে তারা; তবে ইসরায়েলি বাহিনী নিজেদের ক্ষয়ক্ষতির সঠিক তথ্য প্রকাশ করছে না।

রাফায় ইসরায়েলি আগ্রাসনের প্রসঙ্গে তিনি বলেন, ‘রাফা শহরে আমাদের যোদ্ধাদের সঙ্গে আগ্রাসনকারী বাহিনীর তীব্র লড়াই হচ্ছে এবং শহরের পূর্বাঞ্চলে শত্রুরা পিছু হঠতে বাধ্য হয়েছে।’

উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর গাজার উত্তরাঞ্চলীয় সীমান্তে অতর্কিত হামলা চালায় হামাস ও তার মিত্রগোষ্ঠী প্যালেস্টাইনিয়ান ইসলামিক জিহাদের প্রায় ১ হাজার যোদ্ধা। জবাবে ওই দিন থেকেই গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ), যা এখনও চলমান।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আইডিএফ গত ৭ মাসে ৩৫ হাজার ৩০০ এর বেশি ফিলিস্তিনিকে হত্য্ করেছে। এ সময়ের মধ্যে আহত হয়েছেন আরও ৭৯ হাজার ২০০ জন। হতাহতদের ৫৬ শতাংশই নারী এবং শিশু।

জেপি/নি-১৮/এমএইচ