logo
আপডেট : 14, May 2024 11:58
বিলবোর্ড উপড়ে পড়ে নিহত ১২

বিলবোর্ড উপড়ে পড়ে নিহত ১২

ভারতের মুম্বাইয়ে আকস্মিক ঝড়ে একটি বিলবোর্ড উপড়ে পড়ার ঘটনায় ১২ জন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন প্রায় ৬০ জন। খবর বিবিসির।

স্থানীয় সময় সোমবার ৭০ মিটার দীর্ঘ এবং ৫০ মিটার প্রশস্থের উপড়ে বেশ কিছু বাড়ি ও একটি পেট্রোল স্টেশনের ওপরে পড়ে বলে জানিয়েছে পুলিশ।

দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু হয়ে তা এখনো চলমান রয়েছে। এখনো সেখানে মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে ধারণা জরুরী পরিষেবাগুলোর।

বেশ কিছু ফুটেজে বিশাল বিলবোর্ডটিকে বাতাসে দুলতে দেখা যায়। এরপরেই এটি উপড়ে পড়ে। ঘাটকোপার শহরের পূর্ব শহরতলিতে একটি ব্যস্ত রাস্তার কাছে ভবনগুলোর ওপর এটি বিধ্বস্ত হয়।

ব্রিহানমুম্বাই মিউনিসিপাল কর্পোরেশন জানিয়েছে, প্রচণ্ড বাতাসের কারণে বিলবোর্ডটি উপড়ে পড়ে। পুলিশ, দমকল বিভাগ এবং জাতীয় দুর্যোগ প্রতিক্রিয়ার বেশ কিছু টিমসহ বেশ কয়েকটি সংস্থা উদ্ধার অভিযানে অংশ নিয়েছে।

মহারাষ্ট্রের উপ-প্রধানমন্ত্রী দেবেন্দ্র ফাদনাভিস জানিয়েছেন, রাজ্য সরকার এই ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে ৫ লাখ রুপি করে আর্থিক সহায়তা প্রদান করবে।

উল্লেখ্য, মুম্বাই শহরে ভারী বৃষ্টি এবং ধূলিঝড়ের আঘাতে বিলবোর্ডটি উপড়ে পড়ে। এছাড়া ঝড়ে বিভিন্ন স্থানে গাছ উপড়ে পড়েছে এবং যানচলাচল ব্যহত ও বিদ্যুৎ বিভ্রাটের খবর পাওয়া গেছে।

জেপি/নি-১৪/এমএইচ