logo
আপডেট : 07, May 2024 11:09
যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই রাফায় ইসরায়েলি হামলা, নিহত ৪

যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই রাফায় ইসরায়েলি হামলা, নিহত ৪

গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছে হামাস ও ইসরায়েলের মধ্যে। যুক্তরাষ্ট্র, মিশর ও কাতারের মধ্যস্ততায় যুদ্ধবিরতি চুক্তি গুলো হামাস মেনে নিলেও মানছে না ইসরায়েল।

যুদ্ধবিরতির চলমান এই আলোচনা চুড়ান্ত কোনো রূপ নেওয়ার আাগেই রাফায় হামলা শুরু করে দিয়েছে ইসরায়েল। পূর্ব রাফার একটি বাড়িতে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন ৪ ফিলিস্তিনি।

সোমবার বেসামরিক ফিলিস্তিনিদের সরে যাওয়ার নির্দেশ দেওয়ার কয়েক ঘণ্টা পরই গাজার দক্ষিণাঞ্চলের শহর রাফায় বিমান হামলা শুরু করেছে ইসরায়েল।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের বোমার আঘাতে লণ্ডভণ্ড হয়ে পড়েছে রাফা শহরটি। সেখানে শহরের আল-জাইনা এলাকায় আল-হামসের বাড়িতে চালানো হামলায় চারজন নিহতের আগেও আরও দুটি বোমা হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনের তথ্য কেন্দ্র। 

প্রায় সাত মাসের যুদ্ধে গাজার বিভিন্ন প্রান্ত থেকে ১০ লাখের বেশি ফিলিস্তিনি প্রাণ বাঁচাতে মিশর সীমান্তবর্তী শহর রাফায় আশ্রয় নিয়েছিল। ইসরায়েলি বাহিনী এবার সেখানেও হামলা শুরু করলে প্রাণ বাঁচাতে রাফা থেকে অন্য আশ্রয়ের খোঁজে ছুটছে মানুষ।

রাফায় ইসরায়েলের এই হামলা গাজায় যুদ্ধবিরতি চুক্তির জন্য মিশরে মধ্যস্থতাকারীদের মধ্যে যে আলোচনা চলছে তা ব্যার্থ করে দিতে পারে।

জেপি/নি-৭/এমএইচ