logo
আপডেট : 02, May 2024 15:53
দাম কমলো এলপিজির

দাম কমলো এলপিজির

ভোক্তা পর্যায়ে এলপি গ্যাসের ১২ কেজির সিলিন্ডারের দাম ৪৯ টাকা কমিয়ে ১ হাজার ৩৯৩ টাকা নির্ধারণ করেছে সরকার। আগে যার দাম ছিল ১ হাজার ৪৪২ টাকা।

বৃহস্পতিবার (২ মে) বৃহস্পতিবার (২ মে) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ঘোষিত নির্ধারিত এই দাম আজ সন্ধ্যা থেকেই কার্যকর হবে।

প্রতি কেজি এলপিজির খুচরা দাম ১৬ টাকা ৮ পয়সা নির্ধারণ করেছে বিইআরসি। সে অনুযায়ী সাড়ে পাঁচ কেজি, ১২, ১৫, ১৬, ১৮, ২০, ২৫, ৩০, ৩৫ ও ৪৫ কেজি ওজনের সিলিন্ডারগুলোর দাম কমেছে।

এলপিজির পাশাপাশি কমেছে গাড়িতে ব্যবহৃত অটোগ্যাসের দামও। প্রতি লিটার অটোগ্যাসের দাম নির্ধারণ করা হয়েছে ৬৩ টাকা ৯২ পয়সা, যা গত মাসে ছিল ৬৬ টাকা ২১ পয়সা।

ঘোষণায় জানানো হয়, বেসরকারি এলপিজির রিটেইলার পয়েন্টে ভোক্তা পর্যায়ে মূসকসহ মূল্য প্রতি কেজি ১১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে এপ্রিল মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ৪০ টাকা কমিয়ে ১ হাজার ৪৪২ টাকা নির্ধারণ করা হয়েছিল।

জেপি/নি-২/এমএইচ